ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকারের ১৪৯ কোটি টাকা আত্মসাতে হিলফুলের ৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১:১৮, ১৫ অক্টোবর ২০১৯

সরকারের ১৪৯ কোটি টাকা আত্মসাতে হিলফুলের ৩ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ সরকারী আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) ১৪৯ কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহম্মদ তালুকদার এবং প্রধান নির্বাহী নুরুল হক বিশ্বাস ইডকলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এজেন্ট বা প্রতিনিধি হিসেবে পরস্পর যোগসাজশে প্রতারণামূলকভাবে বিশ্বাসভঙ্গের মাধ্যমে ইডকলের কাছ থেকে গৃহীত ঋণের ১৩৩.৬৩ কোটি টাকার মধ্য থেকে আসল ১০৭.৮২ কোটি টাকা এবং সুদাসল ও বিলম্ব মাসুলসহ সর্বমোট ১৪৯.১৭ কোটি টাকা আত্মসাত করে আত্মসাতকৃত টাকার অবস্থান গোপন করার উদ্দেশ্যে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করে দ-বিধির ৪০৯/৪২০/ ১০৯ ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন,২০১২ এর ৪ (২) ও (৩) ধারায় অপরাধ করেছেন। দুদকের অনুসন্ধানে দেখা যায়, ইডকল সরকারের একটি নন ব্যাংকিং আর্থিক ঋণদানকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান বিভিন্ন বিদেশী দাতা বা সাহায্যকারী সংস্থার কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে এবং গৃহীত ঋণ থেকে পরবর্তীতে স্বল্প সুদে ও স্বল্প জামানতে বাংলাদেশ এনজিও বিষয়ক ব্যুরোর তালিকাভুক্ত এনজিওকে ঋণ প্রদান করে থাকে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ২০০৬ সালে ১ আগস্ট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতহীন ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে সোলার প্যানেল স্থাপনপূর্বক বিদ্যুত বিতরণের জন্য ইডকলের সঙ্গে ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠান হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংস্থার এ অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। ইডকল হিলফুল ফুযুল সমাজ কল্যাণ সংস্থাকে ১,৩৬,১৫৬টি সোলার হোম সিস্টেমের বিপরীতে মোট ১৩৩.৬৩ কোটি টাকা মেয়াদী ঋণ এবং ১৬.৪ কোটি টাকা অনুদান প্রদান করে। চুক্তির শর্তানুযায়ী, ত্রৈমাসিক কিস্তির ভিত্তিতে হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংস্থা কর্তৃক ঋণ পরিশোধ করার কথা। কিন্তু সংস্থাটি সর্বশেষ ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঋণ পরিশোধ করলেও এরপর থেকে ঋণ পরিশোধ বন্ধ রেখেছে।
×