ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বান্দরবানে ইউপি নির্বাচনে সহিংসতা, বিজিবির গুলি, নিহত ১

প্রকাশিত: ১১:১৪, ১৫ অক্টোবর ২০১৯

বান্দরবানে ইউপি নির্বাচনে সহিংসতা, বিজিবির গুলি, নিহত ১

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৪ অক্টোবর ॥ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপি নির্বাচনে সহিংসতা, বিজিবির গুলিতে নিহত ১, আহত ৩। নিহতের নাম-মংসিং দাই তংচঙ্গ্যা, আহত- অংচামং(৪০) ও ফিলে তংচংগ্যা (১৪),অন্যজনের নাম জানা যায়নি। তারা ঘুমধুমের চাকবৈঠা এলাকার ফাত্রাঝিড়ি ২৬৮নং মৌজার বাসিন্দা। আহতদের চিকিৎসার জন্য কক্সবাজারে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। জানা যায়, ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সদস্য/মেম্বার প্রার্থী আহম্মদ আলীর(তালা মার্কা) বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে এনে বাবুল কান্তি চাকমার(ফুটবল মার্কা) সমর্থকরা জোরপূর্বক ভোট কেন্দ্রে প্রবেশকালে বিজিবি ফায়ার করলে এই ঘটনা ঘটে। সূত্র জানায়, উপজেলার ঘুমধুম ইউনিয়নের পাতরাঝিড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
×