ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা যাবে না ॥ নাসিম

প্রকাশিত: ১১:১৩, ১৫ অক্টোবর ২০১৯

উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা যাবে না ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ রাজনীতির বিষাক্ত সাপ এখনও মরেনি মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন কোন চক্রান্ত ষড়যন্ত্র করে লাভ নেই, কোন উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা যাবে না। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা প্রসঙ্গ টেনে তিনি বলেন, হত্যাকা-ের পরপরই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত কঠোর। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। তার নিজের সন্তানকেও শেখ হাসিনা ছাড় দেননি। তিনি সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন পূর্ব ইউনয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে এসব কথা বলেন। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর পৌনে পাঁচ কোটি টাকা ব্যয়ে ছোনগাছা ইউনিয়নে এই শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ করেছে। ছোনগাছা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহিদুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক শফিকুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার এবিএম সফিকুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, উপ-পরিচালক তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আমিনুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ। সমাবেশে মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে গত ১২ বছরে দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে, বিএনপি-জামায়াত সৃষ্ট জঙ্গী দমন করা হয়েছে।
×