ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে তুলার কারখানায় অগ্নিকাণ্ড

প্রকাশিত: ১১:১৩, ১৫ অক্টোবর ২০১৯

না’গঞ্জে তুলার কারখানায় অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দরে একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ তুলা, তুলার মেশিন ও বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। বন্দর ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সোমবার ভোর চারটায় ধামগড় ইস্পাহানী বাজার এলাকায় মেসার্স হক এ্যান্ড সন্স রোটার মিলে এ অগ্নিকা-ের ঘটনাটি ঘটে। আগুনে মালিক পক্ষ এক কোটি টাকা ক্ষতি দাবি করেছে। তবে ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে। সোমবার সন্ধ্যা ৭টায় অগ্নিকা-ের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল হক। ফায়ার সার্ভিস ও ওই কারখানার লোকজন জানায়, মেসার্স হক এ্যান্ড সন্স রোটার মিলের মেশিনের ঘর্ষণ (স্পার্ক) থেকে আগুনের সূত্রপাত হয়। তা মুহূর্তের মধ্যে তুলার গোডাউন ও কারখানায় ছড়িয়ে পড়ে। এছাড়াও কারখানার পাশের কয়েকটি দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন্দর ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। তিনটি ইউনিটের কর্মীরা প্রায় ৪ ঘণ্টা পর সোমবার সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকা-ের ঘটনায় মেসার্স হক এ্যান্ড সন্স রোটার মিলের মালিক ফজলুল হকের ছেলে ফয়সাল হক অনিক বাদী হয়ে সোমবার দুপুরে বন্দর থানায় জিডি করেছেন। তিনি জিডিতে উলেখ করেন, প্রতিদিনের মতো শ্রমিকরা তুলা উৎপন্ন করছিল। সোমবার ভোরে মেশিনের ঘর্ষণ থেকে অগ্নিকা- সংঘটিত হয়ে আমাদের সম্পূর্ণ ইউনিট পুড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকা ক্ষতি সাধন হয়েছে। সে সঙ্গে আমাদের একটি সেলুন, একটি কনফেকশনারি, একটি মোবাইল সার্ভিসিং দোকান ও ১টি মুদি দোকান আগুনে পুড়ে যায়।
×