ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখবে চট্টগ্রাম জেলা প্রশাসন

প্রকাশিত: ১১:১২, ১৫ অক্টোবর ২০১৯

পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখবে চট্টগ্রাম জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে কিছু অসাধু আড়তদার তাদের গুদামে পেঁয়াজ মজুদ রেখে অস্বাভাবিক হারে মূল্য বাড়িয়ে দিয়েছে। খাতুনগঞ্জ ও অন্যান্য বাজারে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকায় পেঁয়াজের মূল্য কিছুটা স্বাভাবিক হয়েছে। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিবেশী ভারত ও অন্যান্য দেশ থেকে কয়েকদিন পেঁয়াজ না আসার কারণে এখানকার পাইকারী ও খুচরা বাজারে মূল্য হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারত ও মিয়ানমারসহ অন্যান্য দেশ থেকে আবার পেঁয়াজ আসায় পাইকারি বাজারে এর মূল্য কেজিপ্রতি ৪০ টাকায় নেমে এসেছে। কিন্তু খুচরা বাজারগুলোতে এখনও ৮০ থেকে ৯০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নগরী ও উপজেলার বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা পর্যায়ে ইউএনও এবং সহকারী কমিশনাররা (ভূমি) পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া সুস্থ জাতি গঠনে মাদক ও ভেজাল খাবার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা বলেন, জেলার সব উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। সন্ত্রাসী জঙ্গী গ্রেফতারের পাশাপাশি খুন, ধর্ষণ, মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সড়ক ও নৌ পথে ইয়াবা পাচার রোধে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে গত সেপ্টেম্বর মাসের খাতওয়ারী অপরাধ চিত্র, সভার সিদ্ধান্ত ও অগ্রগতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এজেডএম শরীফ হোসেন। সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোঃ সাহাবউদ্দিন, কোস্টগার্ড প্রতিনিধি লেফটেন্যান্ট এএসএম লুৎফর রহমান, জেলা পিপি এ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, চট্টগ্রামের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ, একেএম শওকত ইসলাম, বিজয়সরণি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা আনসার কমান্ডার মোহাম্মদ সাইফুজ্জামান, সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মমিনুল হক, চিটাগাং চেম্বারের পরিচালক সৈয়দ জামাল আহমদ প্রমুখ।
×