ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাভার্ডভ্যান চাপায় মোটরবাইক আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রকাশিত: ১১:১২, ১৫ অক্টোবর ২০১৯

কাভার্ডভ্যান চাপায় মোটরবাইক আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে সোমবার কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী দু’বন্ধু নিহত ও একজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করেছে। নিহতরা হলো- বগুড়া জেলার সোনাতলা থানার গুয়াকোয়া গ্রামের মোঃ মিঠু মিয়ার ছেলে সজিব হাসান (১৮) ও কিশোরগঞ্জ জেলা সদর থানার মেলা বাজারের বাঘের বাড়ি রোড (পূর্ববর্তী ঠিকানা-ময়মনসিংহের হালুয়াঘাট থানার বিলডুরা) এলাকার হীরা দেবনাথের ছেলে জয়দেব নাথ (১৮)। জিএমপির বাসন থানার এসআই মোঃ ইব্রাহিম খলিল নিহতের স্বজনরা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন এলাকায় পরিবারের সঙ্গে পৃথক ভাড়া বাসায় থাকত সজিব, জয়দেব ও মোস্তাক। তারা স্থানীয় আব্দুল মজিদ মডেল স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী এবং মোস্তাক ব্যবসা করে। এদের মধ্যে জয়দেব ক্রিকেট খেলোয়াড়। সোমবার দুপুরে সজিব তার বন্ধু জয়দেব ও মোস্তাককে নিয়ে মোটরসাইকেল যোগে ঢাকা-বাইপাস সড়কের উল্টোপথ দিয়ে কড্ডা এলাকায় যাচ্ছিল। তারা গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস মোড় সংলগ্ন পেয়ারা বাগান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ডিএইচ ট্রান্সপোর্টের একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা ছিটকে সড়কের ওপর পড়ে যায়। এ সময় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে সজিব ও জয়দেব ঘটনাস্থলেই নিহত এবং মোস্তাক আহত হয়। এলাকাবাসী আহত মোস্তাককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। আহত মোস্তাকের গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় পুলিশ ঘাতক কাভার্ডভ্যানের চালক আক্তার হোসেন ও হেলপার মোশারফ হোসেনকে আটক এবং কাভার্ডভ্যানটি জব্দ করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×