ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যাত্রী কর্মী পাইলট সবাই নারী!

প্রকাশিত: ১১:১১, ১৫ অক্টোবর ২০১৯

যাত্রী কর্মী পাইলট সবাই নারী!

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের রাজধানী সল্ট লেক সিটি থেকে হিউস্টনে সম্প্রতি একটি বিমান যায়। অন্য সব বিমানের চেয়ে এটি ব্যতিক্রমী। কেননা এর যাত্রী কর্মী পাইলট- সবাই নারী। লিঙ্গবৈষম্য দূর করতে গত কয়েক বছর ধরেই এ বিষয়ে উদ্যোগী হয়েছে মার্কিন ডেল্টা বিমান সংস্থা। এটি সেই উদ্যোগেরই অংশ। বিমানটিতে ১২ থেকে ১৮ বছরের ১২০ তরুণীকে নাসার সদর দফতরে নিয়ে যাওয়া হয়। বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিতের মতো পুরুষ প্রধান ক্ষেত্রে নারীদের আরও বেশি করে তুলে আনতে ডেল্টার এই উদ্যোগ। সংস্থার মাত্র পাঁচ শতাংশ পাইলটই নারী। এ বছর ইন্টারন্যাশনাল গার্ল ইন এভিয়েশন ডে ছিল ৫ অক্টোবর। ওইদিন পঞ্চম উইং ফ্লাইট উড়ায় ডেল্টা। ওই ফ্লাইটে সব কর্মী থাকেন নারীরাই। শুধু ফ্লাইটের কর্মীরাই নয়, টাওয়ার গাইডের কাজের দায়িত্বও পালন করেন নারীরা। -সিবিসি নিউজ
×