ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর ১৫তম স্প্যান বসবে কাল

প্রকাশিত: ১১:১০, ১৫ অক্টোবর ২০১৯

পদ্মা সেতুর ১৫তম স্প্যান বসবে কাল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বুধবার বসতে পারে পদ্মা সেতুর ১৫তম স্প্যান। সবকিছু ঠিক থাকলে বুধবার ৪-ই নম্বর স্প্যানটি সেতুর ২৩ ও ২৪ নম্বর পিলারে বসানো হবে। সোমবার স্প্যানটি পদ্মার চর এলাকা হতে সরিয়ে নেয়া হয়। জানা যায়, আগামী বুধবার অথবা বৃহস্পতিবার যে কোন দিন এটি বসানো হবে। তবে সবকিছু ঠিক থাকলে বুধবার স্প্যানটি বসানোর সম্ভাবনা বেশি। এর আগে পদ্মার পিলারে ১৪ স্প্যান বসিয়ে দেয়া হয়েছে। পদ্মা সেতুর দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, পদ্মা সেতুর সব পিলারে পাইলিং শেষ হয়েছে আগেই। এখন জাজিরা প্রান্তে স্প্যানের ওপরিভাগে সড়ক নির্মাণ শুরু হয়েছে। এছাড়া, রেল স্প্যান বসানো অনেক দূর এগিয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদ্মা সেতুর পাইলিংয়ের কাজ অনেক আগেই শেষ হয়েছে। ৪২ পিলারের মধ্যে ৩২ পিলারের কাজ ইতোমধ্যে পুরোপুরি শেষ হয়েছে। বাকি ১০ পিয়ারের পাইলিং শেষ হলেও এখন ক্যাপ বা পুরোপুরি কাজ শেষ হয়নি। যে ১১ পিয়ারের কাজ জটিলতা সৃষ্টি হয়েছিল তার মধ্যে রবিবার একটি পিয়ারের (পিয়ার-৩২) কাজ শেষ হয়েছে। এ মাসেই আরও একটি পিয়ারের কাজ শেষ হবে (পিয়ার-৩১)। এখন ছয়টি স্প্যান বসানোর জন্য শতভাগ প্রস্তুত রয়েছে। এর মধ্যে চারটি কনস্ট্রাকশন ইয়ার্ডে এবং দুটি পদ্মার চরে বসিয়ে রাখা হয়েছে। চীন থেকে এ পর্যন্ত ৩০টি স্প্যান এসে গেছে। এর মধ্যে ১৪টি স্প্যান স্থাপন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে ছয়টি স্প্যান লাগাতার বসিয়ে দেয়া যাবে। চলতি বর্ষা মৌসুম শেষে ৪-ই নম্বর স্প্যানটিই ১ম স্প্যান স্থাপন প্রক্রিয়া। ইতোমধ্যে ১৪টি স্প্যান সফলভাবে বসানোর মধ্যদিয়ে পদ্মা সেতুর ২১০০ মিটার বা ২ কিলোমিটারের অধিক দৃশ্যমান হয়েছে। আর ১৫তম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর ২ হাজার ২শ’ ৫০ মিটার দৃশ্যমান হবে। পদ্মা সেতুর ৪২ পিলারে মোট ৪১টি স্প্যান বসানো হবে।
×