ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইউনিয়ন নির্বাচন: ঘুমধুমে বিজিবির গুলিতে নিহত ২

প্রকাশিত: ০৮:১৫, ১৪ অক্টোবর ২০১৯

ইউনিয়ন নির্বাচন:  ঘুমধুমে বিজিবির গুলিতে নিহত ২

অনলাইন রিপোর্টার ॥ পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন নির্বাচনে জালভোট দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক মারামারির ঘটনা ঘটেছে। এ সময় বিজিবির গুলিতে দু’ পক্ষের দুজন নিহত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘুমধুম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফাত্রাঝিরি ভোটকেন্দ্রে জালভোট দেয়াকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী আজমত আলী ও বাবুল কান্তি চাকমার সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারি হয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে বিজিবি গুলি চালালে আজমত আলীর সমর্থক অং চাইমং তঞ্চয়ঙ্গা (৪৫) পিতা- কেলাও তঞ্চয়ঙ্গা নিহত হয়। এ সময় বাবুল কান্তি চাকমার সমর্থক মংকি তঞ্চয়ঙ্গা (৫৫), পিতা- শ্বৈচ্যা অং তঞ্চয়ঙ্গাকে আহত অবস্থায় কক্সবাজার হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। বাবুল কান্তি চাকমার সমর্থকদের অভিযোগ, আজমত আলীর সমর্থকরা জালভোট দিচ্ছিল। তাদের বাধা দিলে মারামারি বেধে যায়। এ বিষয়ে প্রিজাইডিং অফিসার এমদাদুল মোহাম্মদ উসমান বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিলো। এর মধ্যে বাইরে হট্টগোল শুরু হয়। এখন ভোটগ্রহণ বন্ধ আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল নিয়ন্ত্রণ নিয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেন।
×