ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে দুই জেলেকে এক বছর করে কারাদন্ড, কারেন্ট জাল উদ্ধার

প্রকাশিত: ০৭:১০, ১৪ অক্টোবর ২০১৯

ঝালকাঠিতে দুই জেলেকে এক বছর করে কারাদন্ড, কারেন্ট জাল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠির সুগন্ধা নাদীতে সোমবার সকালে মা ইলিশ ধরার সময় দুই জেলেকে আটক করে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। মৎস্য বিভাগ জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী ও জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝার নেতৃত্বে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে নৌকা ও জাল নদীতে ফেলে পালিয়ে যায় জেলেরা। এসময় নদী থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। জব্দ করা হয় হয় ৮টি মাছ ধরার নৌকা। এদিকে সুগন্ধা নদীর বহরমপুর এলাকা থেকে বাপ্পি খান ও আসিক সরদার নামে দুই মৌসুমি জেলেকে আটক করে এক বছর করে কারাদ- প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট শাখাওয়াত হোসেন। জালগুলো নদী তীরে ধংস করা হয়।
×