ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনায় জামায়াতের ১৩ নারী সদস্যসহ মাদ্রাসা অধ্যক্ষ আটক

প্রকাশিত: ০৭:০৭, ১৪ অক্টোবর ২০১৯

পাবনায় জামায়াতের ১৩ নারী সদস্যসহ মাদ্রাসা অধ্যক্ষ আটক

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ শহরের মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে রবিবার রাতে গোপন বৈঠকের সময় জামায়াতের ১৩ নারী সদস্যসহ এক মাদ্রাসা অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদি বইপত্র উদ্ধার করা হয়েছে । আটককৃতরা হলো সিরাজগঞ্জের বেলকুচি থানার গোপালপুর গ্রামের রাবেয়া খাতুন , একই থানার কলাগাছি গ্রামের সাইফুদ্দিনের স্ত্রী আরিফা খাতুন , সিরাজগঞ্জের আলোকদিয়া গ্রামের তানজিলা খাতুন ,বগুড়া জেলার গাবতলী থানার বাইগুনী মধ্যপাড়ার লুনা খাতুন, বগুড়া থানার নাড়লী গ্রামের শারমিন ওরফে শামচী ,পাবনা সদর থানার বলরামপুর গ্রামের লাকী , সাঁথিয়া থানার চিনাখড়া গৌরি গ্রামের তাসলিমা ওরফে সুমাইয়া, আটঘরিয়া থানার হাঁপানীয়া গ্রামের শামীমা নাসরিন , সাঁথিয়া থানার কাশিনাথপুর নতুন পাড়ার নাজমা খাতুন, চাটমোহর থানার বোয়ালমারী গ্রামের মাহফুজা, নাটোর জেলার বাগাতীপাড়া থানার দেবনগর গ্রামের ফাতেমা খাতুন, নাটোর জেলার লালপুর থানার আসমাউল হোসনা ,ঢাকা জেলার কাফরুল থানার মিরপুর ১৩ এলাকার আলাউদ্দীনের স্ত্রী রুমা খাতুন । পুলিশ জানিয়েছে ধুলাউড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হোসেনের বাসায় তারই নেতৃত্বে ছাত্রী সংস্থার সদস্য সংগ্রহসহ সরকারবিরোধী এবং নাশকতামুলক কর্মকান্ড করার অপচেষ্টা করা হচ্ছিল। সদর থানার ওসি নাসিম আহম্মেদ জানান, সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেনের মালিকাধীন ৫ নং সড়কের ১১৯ নং দ্বিতল এই বাড়ির নিচ তলায় জামায়াতের নারী সদস্যদের আস্তানা ছিল। এখান থেকে নারী সদস্যরা মেয়েদেরকে সংগঠিত এবং নাশকতার ছক পরিচালনা করতেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত ৯টার দিকে ঘিরে ফেলে এবং সেখান থেকে বৈঠক করা অবস্থায় জামায়াতের ১৩ নারী সদস্য এবং বাড়ির মালিক অধ্যক্ষ আনোয়ার হোসেনকে আটক করে। ওই আস্তানা থেকে বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়েছে। আটকরা জেলার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী । এদিকে বেড়া উপজেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪। রবিবার বিকেলে ময়মনসিং থেকে আসা র‌্যাবের একটি বিশেষ দল বেড়া উপজেলার একটি স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সক্রিয় সদস্য বলে পুলিশ জানায়। এদের মধ্যে চার জনের বাড়ি সাঁথিয়া উপজেলায় ও একজনের বাড়ি বেড়া উপজেলায়।
×