ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘুষ লেনদেনের সময় আঞ্চলিক পাসপোর্ট অফিস সহায়ককে আটক করেছে দুদক

প্রকাশিত: ০৭:০৪, ১৪ অক্টোবর ২০১৯

ঘুষ লেনদেনের সময় আঞ্চলিক পাসপোর্ট অফিস সহায়ককে আটক করেছে দুদক

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভনে ২১ হাজার টাকা ঘুষ লেনদেনের সময় ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহায়ক আতিকুর রহমানকে হাতেনাতে আটক করেছে দুদক। সোমবার দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন অভিযান চালিয়ে ওই অফিস সহায়ককে আটক করে। আটক আতিকুল ইসলাম নেত্রকোনা জেলার রহমত আলীর ছেলে। দুদক দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, অবসর প্রাপ্ত এক স্কুল শিক্ষককে পাসপোর্ট করে দেওয়ার বিনিময়ে ২১ হাজার টাকা দাবি করে অফিস সহায়ক আতিকুল। হজ্ব যেতে ইচ্ছুক ওই শিক্ষকের অভিযোগের ভিত্তিতে দুদক অভিযান চালিয়ে টাকাসহ তাকে আটক করা হয়। পরে দুদক কর্মকর্তারা আটককৃতকে থানায় সোপর্দ করে। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে বলে জানান দুদক দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান।
×