ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবি প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারীকে হুমকি!

প্রকাশিত: ০৪:১৬, ১৪ অক্টোবর ২০১৯

রাবি প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারীকে হুমকি!

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্য ও উপ-উপাচার্যের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে চলমান আন্দোলনে অংশ নেয়ায় এক শিক্ষার্থীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। আব্দুল মজিদ অন্তর নামের বিশ্ববিদ্যালয়ের ওই এমফিল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও ছাত্রলীগ নেতা হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তিনি। রবিবার রাতে নগরীর মতিহার থানায় তিনি সাধারণ ডায়েরী করেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। অভিযোগকারী শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তর বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগে এমফিল শিক্ষার্থী ও রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি। বর্তমানে তিনি রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়কের দায়িত্বে আছেন। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, রাবিতে অনিয়ম ও দুর্নীতি এবং আবরার হত্যার প্রতিবাদে আন্দোলনে অংশ নেয়ায় এক ছাত্রলীগ নেতা ফেসবুকে তাকে হুমকি দেয়। গত ৬ অক্টোবর দুপুরে এক গোয়েন্দা সংস্থার লোকেরা তাকে তুলে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখে। সেখানে তাকে প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন না করার পরামর্শ দেয়া হয়। কোন শিক্ষক-শিক্ষার্থীকে আব্দুল মজিদের সঙ্গে দেখলে প্রক্টর তাদেরও হুমকি দিচ্ছেন। এই অবস্থায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলেও জিডিতে উল্লেখ করা হয়। ভুক্তভোগী আব্দুল মজিদ অন্তর বলেন, প্রোভিসির সঙ্গে কয়েকদিন আগে রাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু ফেসবুকে আমাকে হুমকি দেন। এই ব্যাপারে রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু বলেন, আন্দোলন চলাকালে আব্দুল মজিদ অন্তর ছাত্রলীগ নিষিদ্ধ করা উচিত বলেছিল। আমার ফেসবুক স্ট্যাটাসে ‘দুই কুলাঙ্গার তোদের সাথে দেখা হবে রাজপথে আসিস’ এটা বলেছি। এটা আমি সাংগঠনিকভাবে লিখেছি, কোন হুমকি দেইনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানও হুমকির অভিযোগ অস্বীকার করেন। প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার সঙ্গে আইন বিভাগের এক চাকরি প্রত্যাশীর স্ত্রীর দর কষাকষির ফোনালাপ ফাঁস হয়। এতে উপ-উপাচার্যের জামাতা ও এক আওয়ামী লীগ নেতার মেয়ে নিয়োগ পেলেও প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাওয়া নুরুল হুদা নামের ওই চাকরি প্রত্যাশীর নিয়োগ হয়নি। এর আগে এক আন্তর্জাতিক সম্মেলনে রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের ‘জয় হিন্দ’ স্লোগান নিয়েও সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর থেকে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির তদন্ত এবং প্রশাসনের পদত্যাগ দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করে আসছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
×