ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে ২১ জেলে আটক

প্রকাশিত: ০৪:০৮, ১৪ অক্টোবর ২০১৯

বরিশালে ২১ জেলে আটক

স্টাফ রির্পোটার, বরিশাল ॥ ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় জেলার কীর্তনখোলা, কালাবদর, আড়িয়াল খাঁ ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল ৩০ কেজি ইলিশসহ ২১ জন জেলেকে আটক করেছে বরিশাল নৌ পুলিশের সদস্যরা। বরিশাল সদর নৌ-থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রবিবার দিবাগত রাত দশটা থেকে সোমবার সকাল নয়টা পর্যন্ত মৎস অধিদপ্তরের সহযোগিতায় মেঘনা, কালাবদর, কীর্তনখোলা ও আড়িয়াল খাঁ নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় নদী থেকে ৫০ হাজার মিটার জাল ৩০ কেজি ইলিশসহ ২১ জেলেকে আটক করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস, ইলিশ প্রজনন মৌসুমে ডিমওয়ালা ইলিশ রক্ষায় এ অভিযান চালানো হয়েছে। ৩০ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
×