ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মির্জাগঞ্জে এক জেলের কারাদন্ড ॥ ১ হাজার মিটার জাল উদ্ধার

প্রকাশিত: ০৪:০৭, ১৪ অক্টোবর ২০১৯

মির্জাগঞ্জে এক জেলের কারাদন্ড ॥ ১ হাজার মিটার জাল উদ্ধার

সংবাদদাতা, মির্জাগঞ্জ, পটুয়াখালী ॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে মা-ইলিশরক্ষার অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে ইলিশ শিকারের দায়ে এক জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার সকাল ১১ টায় উপজেলার রামপুর এলাকায় পায়রা নদীতে পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযান জেলে মোঃ রাজ্জাক হাওলাদার(৫৫)সহ ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সরোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত হলেন, উপজেলার রামপুর গ্রামের মোঃ মোতাহার হাওলাদারের ছেলে মোঃ রাজ্জাক হাওলাদার। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর মিয়া (ভারপ্রাপ্ত) জানান, সোমবার সকালে উপজেলা মৎস্য বিভাগ পায়রা নদীতে অভিযান চালানোর সময়ে পায়রা নদীর রামপুর এলাকা থেকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১ জেলেকে আটক, ১ হাজার মিটার জাল ও ১কেজি ইলিশ জব্দ করা হয়েছে। আটকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।
×