ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেশবপুরে লাম্পি স্কিন রোগ আক্রান্ত হচ্ছে গরু

প্রকাশিত: ০৪:০৭, ১৪ অক্টোবর ২০১৯

কেশবপুরে লাম্পি স্কিন রোগ আক্রান্ত হচ্ছে গরু

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ কেশবপুরে শত শত গরু লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে। এই রোগে কেশবপুরে ২১টি গরু মারা যাবার খবর পাওযা গেছে। প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে পক্স গ্রুপের লাম্পি স্কিন ডিজিজের এখনও পর্যন্ত কোন ভ্যাকসিন তৈরী হয়নি। ফলে কৃষকরা তাদের সবচেয়ে দামী সম্পদ গরু নিয়ে দিশাহারা পড়েছে। কেশবপুর প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে, উপজেলাব্যাপী এ রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। উপজেলায় খামারীসহ কৃষকের রয়েছে ৮৩ হাজার ১শ’৭০টি গরু ও ৬৫ হাজার ৫’শ ছাগল। লাম্পি স্কিন ডিজিজ জাতীয় রোগে গরু আক্রান্ত হওয়ায় খামারীসহ কৃষকরা পড়েছেন মহা দুশ্চিন্তায়। লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে কেশবপুর সদর ইউনিয়নের মূলগ্রামের কৃষক আনন্দ দাসের ১টি অচিন্ত অধিকারীর ১টি প্রশান্ত অধিকারীর ১টি ও নিরঞ্জন মন্ডলের ১টি গরুসহ উপজেলায় মোট ২১টি গরু মারা গেছে। এলাকাবাসি জানায়, উপজেলাব্যাপী এ রোগ ছড়িছে পড়েছে। আক্রান্ত গরুর মালিকরা জানান, এ রোগ হলে গরু শরীরের যন্ত্রনায় ছটপট করতে থাকে। বিশেষ করে ছোট বাছুর গরু এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডাঃ অলোকেশ কুমার সরকার বলেন, এ রোগে উপজেলার ৪শ’৫০টি গরু আক্রান্ত হয়েছে। বেশ কিছু গরু মারাও গেছে। তিনি আরও জানান, এই রোগের এখনও পর্যন্ত কোন ভ্যাকসিন তৈরী হয়নি। আক্রান্ত গরু ভাল হতে অনেক সময় লাগে। সাধারণ চিকিৎসা দিয়েই আক্রান্ত গরু ভাল করা হচ্ছে। গরুর এ রোগ সম্পর্কে যশোর আঞ্চলিক রোগ অনুসন্ধান ল্যাবরোটিতে জানানো হয়েছে।
×