ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কদমতলীতে কিশোরকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১০:৪০, ১৪ অক্টোবর ২০১৯

 কদমতলীতে কিশোরকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে কিশোর গ্যাংয়ের হাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। এদিকে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হয়েছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর কদমতলীতে আসিফ (১৬) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ করেন, তিন কিশোর মিলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। নিহত আসিফ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন গ্রামের এবাদত হোসেনের ছেলে। সে পরিবারের সঙ্গে কদমতলীর পূর্ব ধোলাইপাড় ২নং গলিতে থাকত। নিহত আসিফের ভাবি মুনা ও খালাত ভাই রুবেল অভিযোগ করেন, ৫ দিন আগে পূর্ব ধোলাইপাড়ের একটি গলিতে স্থানীয় অপু, বিদ্যুত ও রায়হান নামে তিন কিশোর আসিফকে ধরে লাঠি দিয়ে বেদম প্রহার করে। মৃত্যুর আগে আসিফ তাদের কাছে এসব কথা বলে গেছে। তারা জানান, মারধরের কারণে আসিফ অসুস্থ হয়ে বাসায় ছিল। শনিবার রাতে আসিফ বেশি অসুস্থ বোধ করলে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, নিহত আসিফের আত্মীয় স্বজনের মাধ্যমে সংবাদ পেয়ে ঢামেক মর্গে গিয়ে আসিফের লাশ পাওয়া যায়। তার শরীরে ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। তিন কিশোর মিলে আসিফকে পিটিয়েছে। এই কারণে তার মৃত্যু হয়েছে। তদন্ত করা হচ্ছে। সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ॥ রাজধানীর কাকরাইলে পিকআপের ধাক্কায় মাহমুদা বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছে। এ সময় তার ছেলে মাহিন (১১) গুরুতর আহত হয়েছে। নিহত মাহমুদার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে। মগবাজার মধুবাগ এলাকায় ভাড়া থাকতেন তিনি। তার স্বামী মোফাজ্জল হোসেন একটি ব্যবসা প্রতিষ্ঠানের গাড়ি চালক। আহত মাহিন স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, রবিবার সকালে মাকসুদা আক্তার তার সন্তান মাহিনকে নিয়ে বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকার সদরঘাট নামেন। সেখান থেকে রিক্সাযোগে মগবাজার মধুবাগের বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সকাল ৭টার দিকে কাকরাইল রাজমনি সিনেমা হলের ক্রসিংয়ের সামনে এলে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী রিক্সা ধাক্কা দেয়। এতে মাসুদা ও মাহিন রিক্সা থেকে রাস্তায় ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে মাসুদার মৃত্যু ঘটে। এতে মাহিন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় মাহিনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার মা মাকসুদার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী সুপার মোঃ তানভীর জানান, কভার্ডভ্যানের চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। রিক্সাচালকের কোন খোঁজ পাওয়া যায়নি। সড়কের সিসিটিভি ফুটেজ দেখলে বিস্তারিত জানা যাবে। কভার্ডভ্যানটিও শনাক্ত করা সম্ভব। দুই সন্তানর জননী ছিলেন মাহমুদা। এদিকে একইদিন সকালে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ট্রাকচাপায় জাহিদ (৩৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত জাহিদ রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় থাকতেন। সেখানে একটি গাড়ির গ্যারেজে কাজ করতেন। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) চৌহান জানান, রবিবার সকালে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা দিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন জাহিদ। পরে দ্রুতগামী একটি ট্রাক জাহিদের বাইসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে।
×