ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাল ভিসা তৈরি

মালয়েশিয়ায় আট বাংলাদেশীসহ গ্রেফতার ১৭

প্রকাশিত: ১০:৩০, ১৪ অক্টোবর ২০১৯

 মালয়েশিয়ায় আট  বাংলাদেশীসহ  গ্রেফতার ১৭

জনকণ্ঠ ডেস্ক ॥ মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির সিন্ডিকেটের ১৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৮-১০ অক্টোবর মালয়েশিয়ার ক্লাং ও শাহ আলমের ১১ স্থানে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ভুয়া ওয়ার্ক পারমিট সরবরাহকারী সিন্ডিকেটের আট বাংলাদেশীসহ ১৭ জনকে গ্রেফতার করে। খবর ওয়েবসাইটের। সেলাঙ্গরের অপরাধ তদন্ত বিভাগের প্রধান এসিপি ফজলসিয়াম আবদুল মজিদ বলেন, এই ১৭ জনের মধ্যে পাকিস্তানী বংশোদ্ভূত স্থানীয় এক ব্যক্তি ও স্থানীয় একজন নারী, সাত পাকিস্তানী এবং আটজন বাংলাদেশী রয়েছে। যাদের বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফজলসিয়াম বলেন, গত এক বছর ধরে সিন্ডিকেটটি সক্রিয় ছিল এবং দু’জন মাস্টারমাইন্ডের নেতৃত্বে স্থানীয় একজন পুরুষ এবং একজন পাকিস্তানী নাগরিক যার নিজের কোন পাসপোর্ট ছিল না। স্থানীয় একজন নারী এবং আটজন পুরুষ সাপ্লাইয়ার হিসেবে এ সিন্ডিকেটে সক্রিয়ভাবে কাজ করছিল।
×