ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বার এনরোলমেন্ট পরীক্ষা

নিবন্ধন ও ফরম পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ১০:২৮, ১৪ অক্টোবর ২০১৯

 নিবন্ধন ও ফরম পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তি (এনরোলমেন্ট) পরীক্ষায় নিবন্ধন ও ফরম পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন ১২ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী। শুনানির জন্য অপেক্ষমাণ থাকা মামলায় আপীল বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানেরও আর্জি জানিয়েছেন শিক্ষার্থীরা। অভিযোগ করে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাণিজ্য, গাফিলতি ও খামখেয়ালিপনায় তাদের ভবিষ্যত হুমকির মুখে পড়েছে। অথচ আইন বিষয়ে স্নাতক পাসের পর আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য প্রত্যেক আইন শিক্ষার্থীই আইনজীবী হওয়ার স্বপ্ন দেখে। রবিবার আইন, আদালত ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য দেন মোঃ আসাদুজ্জামান।
×