ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুরনো মোবাইল কেনার নেশা!

প্রকাশিত: ১০:২৮, ১৪ অক্টোবর ২০১৯

 পুরনো মোবাইল  কেনার নেশা!

স্লোভাকিয়ার ছোট শহর দোবসিনার নাগরিক স্টিফেন পোলগারি (২৬)। ছোটবেলা থেকে মোবাইল ফোনের প্রতি তার দুর্বলতা রয়েছে। এক পর্যায়ে ফোন সংগ্রহের শখ জাগতে শুরু করে তার। কিছু দিনের চেষ্টায় তিনি সংগ্রহ করে ফেলেন নোকিয়া, আলকাটেল, সাজেম, এরিকসনের মতো ব্র্যান্ডের বেশ কিছু পুরাতন ফোন। বর্তমানে তার কাছে ভিন্ন ভিন্ন মডেলের সাড়ে তিন হাজার মোবাইল ফোনের সংগ্রহ রয়েছে। ১৫ বছর বয়স থেকে সে নিয়মিত ইন্টারনেটে নতুন নতুন মোবাইল ফোনের ইউজার রিভিউ দেখত। কিছুদিন পর তার সামনে আসে এক দারুণ সুযোগ। তারই মতো এক শখের মোবাইল ফোন সংগ্রহকারী তার এক হাজার ফোনের সংগ্রহশালাটি বিক্রি করার সিদ্ধান্ত নেন। সুযোগটি হাত ছাড়া করেননি পোলগারি। অল্প কয়েক ইউরো খরচ করেই কিনে নেন এক হাজার মোবাইল ফোন। তারপরও ওই সংগ্রহে তার মন ভরেনি। ততদিনে তার শখ নেশায় পরিণত হয়েছে। তাছাড়া আরও কিছু ব্র্যান্ডের মোবাইল ফোন তখনও সংগ্রহ করা হয়ে ওঠেনি। এভাবে গত দশ বছরের প্রচেষ্টায় তিনি গড়ে তুলেছেন সাড়ে তিন হাজার মোবাইল ফোনের এক বিশাল সংগ্রহশালা। সারা বিশ্বে সাড়া জাগানো সব ফোনই আছে পোলগিরির সংগ্রহশালায়। বর্তমানে তার সংগ্রহে রয়েছে ১৪ ব্র্যান্ডের মোবাইল ফোন। নিজের এই ভিন্নধর্মী শখ সম্পর্কে পোলগারি বলেন, গত দুই দশকে মোবাইল প্রযুক্তি কিভাবে পরিবর্তিত হয়েছে সে বিষয়ে আমার ব্যাপক আগ্রহ ছিল। এ আগ্রহ থেকেই আমার শখের এই সংগ্রহশালাটি গড়ে তুলেছি। -বিবিসি
×