ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে চার নাটক মঞ্চস্থ

প্রকাশিত: ১০:২৭, ১৪ অক্টোবর ২০১৯

  গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে চার  নাটক মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার ॥ গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের তৃতীয় দিন রবিবার সন্ধ্যায় চার মিলনায়তনে মঞ্চস্থ হয় চার নাটক। এগুলো হচ্ছে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে নাগরিক নাট্যাঙ্গনের ‘গহর বাদশা ও বানেছা পরী’, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আপস্টেজের ‘রাত ভ’রে বৃষ্টি’, স্টুডিও থিয়েটার হলে ঢাকা নান্দনিকের ‘নড়বড়ে বৌ’ এবং মহিলা সমিতি মিলনায়তনে দেশ নাটকের ‘সুরগাঁও’ নাটক। নাগরিক নাট্যাঙ্গনের ২০তম প্রযোজনা লোকজ কাহিনী ‘গহর বাদশা ও বানেছা পরী’ নাটকটি নির্দেশনা দিয়েছেন হৃদি হক। গিলামাইট বনে বিশ্বিং বাদশার শিকার করতে যাওয়া দিয়ে নাটকের গল্প শুরু। শিকারের একপর্যায়ে হরিণশাবকের দিকে তীর ছোড়েন বাদশা। মানব সন্তানের কান্নায় তিনি বুঝতে পারেন, চরম ভুল হয়ে গেছে। অভিশাপ নিয়ে রাজ্যে ফেরেন তিনি। এরই মধ্যে পুত্র সন্তান ঘরে আসে তার। রাজ্যজুড়ে যখন আনন্দের বন্যা, বাদশার মনে সন্তান হারানোর ভয়। মঞ্চ থেকে শোনা যায় গান ‘দিন যায় যায় যায় যায় দিন যায়/বছর ঘুরে গাছের পাতা রং যে বদলায়/রানি কাঁদে রাজা কাঁদে কাঁদে সারা বন/অন্ধকূপে বন্দী হলো গহর সনাতন।’ পুত্রকে প্রাসাদের বাইরে যেতে দেন না রাজা। কিন্তু শত আয়োজনেও বাদশাহ কি আটকে রাখতে পারে তার নিয়তি! বারো বছর বয়সে বিশ্বিং যখন বড় ছেলে গহরকে রাজ্যের অধিপতি করে, তখন উজিরের চক্রান্তে গহর আবদার করে গিলামাইট বনে শিকার করতে যাবে। মায়ের আকুতি, স্ত্রী কলাবতীর মিনতি সব এড়িয়ে দ্বিতীয় স্ত্রী সরাবনকে বাবা ও মায়ের দায়িত্ব দিয়ে গহর যায় শিকারে। গিলামাইট বনে গিয়ে গহর বন্দী হয় বিশ্বিং দানবের হাতে। অবশেষে বহু যুদ্ধ ও সংগ্রামের পর সে বনের বানেছা পরীকে নিয়ে নিজের রাজ্যে ফিরে দেখে রাজ্য উজিরের দখলে। অবশেষে তার বুদ্ধি ও মেধা দিয়ে জয় করে তার রাজ্য। সত্যের জয় অবধারিত, তাই সকল বাধা পেরিয়ে গহর পরিশেষে জয় করে বিশ্বিংরাজ্য। জয় হয় প্রেমের, জয় হয় সত্যের, জয় হয় সুন্দরের। বানেছা পরির চরিত্রে নির্দেশক নিজেই অভিনয় করেছেন। নাটকটিতে দলের ৬০ জন নাট্যকর্মী কাজ করেছে। আপস্টেজ প্রযোজিত ‘রাত ভ’রে বৃষ্টি’ নাটকটি বুদ্ধদেব বসুর উপন্যাস অলম্বনে রচিত। এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। ঢাকা নান্দনিক প্রযোজিত ‘নড়বড়ে বৌ’ নাটকের নাট্যরূপ দিয়েছেন সৈয়দ মহিদুর রহমান এবং নির্দেশনা দিয়েছেন রফিকউল্লাহ সেলিম। দেশ নাটকের ‘সুরগাঁও’ নাটক ও নির্দেশনা মাসুম রেজা।
×