ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএমজেএফ এর জরুরী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭:৫০, ১৩ অক্টোবর ২০১৯

বিএমজেএফ এর জরুরী সভা অনুষ্ঠিত

অনলাইন রিপোর্টার ॥ “বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশন (বিএমজেএফ)” এর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় কমিটির যৌথ জরুরী সভা ফাউন্ডেশন নিজস্ব কার্যালয় রামপুরায় অনুষ্ঠিত হয়। বিএমজেএফ এর প্রস্তাবিত এবং বাস্তবায়নাধীন “বিএমজেএফ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্প” এর অগ্রগতি ও প্রক্রিয়াকরণ ত্বরান্বিত করার লক্ষ্যে অভিজ্ঞতাকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গঠণতন্ত্র অনুযায়ী প্রশাসনিক বিভিন্ন পদে নিয়োগ প্রদানের জন্য নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা মহাসচিব-কে দায়িত্ব প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় এর অগ্রগতির জন্য সরকারের সুনজরে আনতে ও সরকারী পৃষ্ঠপোষকতার স্বার্থে মাননীয় পাট ও বস্ত্র মন্ত্রী অথবা শিল্প মন্ত্রীর মধ্যে যে কোন একজনকে জরুরী যোগাযোগ করে প্রধান অতিথি রাজী করা ও মাননীয় প্রধান অতিথির নির্ধারণ করা তারিখ ও সময়ে জাতীয় প্রেসক্লাব এর ভিআইপি কক্ষে আলোচনা সভা ও প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করত: বহুল প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়। ফাউন্ডেশন এর ভাবমূর্তি সমুন্নত রাখতে বিএমজেএফ কর্তৃক প্রকাশিত স্মরণীকার প্রেস এর সমুদয় বকেয়া বিল জরুরী পরিশোধের ব্যবস্হা কল্পে উপস্হিত নেতৃবৃন্দ আগামী ১৫ নবেম্বর তারিখের মধ্যে অর্থ প্রদান করেন ও প্রতিশ্রুতি দেন এবং পাশাপাশি এনইসি নেতৃবৃন্দের মধ্যে অনুপস্থিতগণ-কে আগামী সভায় উপস্হিত নিশ্চিত করাতে ও তাঁদের তাগিদ দিয়ে সাধ্যমত অনুদান আদায়ে প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক-কে দায়িত্ব প্রদান ও উপস্হিত নেতৃবৃন্দকে তাঁকে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ সম্বলিত সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপত্বি করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ হোসেন সরকার। আরো উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: ফয়েজ উদ্দিন মিয়া, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আবুল কাশেম ও বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ খানম, যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো: আলী রেজা লস্কর বাবলু, সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মতিয়র রহমান ডিজেল প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক (বিএমিজেএফ)।
×