ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব ॥ খেলাঘর

প্রকাশিত: ০৩:২৭, ১৩ অক্টোবর ২০১৯

শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব ॥ খেলাঘর

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকা-ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। রবিবার সংগঠনের সভাপতিম-লীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার ও সাধারণ সম্পাদক তনয় সাহা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, এ ঘটনায় গভীর উৎকণ্ঠা ও অসীম বেদনায় নিমজ্জিত পুরো জাতি। দেশের শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে খেলাঘর নেতৃবৃন্দ বলেন, আবরার হত্যাকা-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নির্যাতনের ঘটনায় শিশুরা এখন আতঙ্কিত। অভিভাবকরাও সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে ভয় পাচ্ছেন। এই প্রেক্ষাপটে সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা জরুরী। পরীক্ষায় বেশি নম্বর পাওয়া প্রতিযোগিতা থেকে সরে এসে ছাত্র সমাজকে ভাল ও মানবিক গুণাবলী অর্জনের শিক্ষা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিশু সংগঠনের নেতারা। তারা বলেন, বিশ্বায়নসহ সামাজিক নানা বাস্তবতার কারণে শিশুদের জন্য সার্বিক পরিবেশ আজ অনুকূলের মধ্যে নয়। অভিভাবকদের অগোচরে অনেক শিশু বিপথগামী হচ্ছে। অপ্রত্যাশিতভাবে দেশজুড়ে শিশু ও যুবকদের মধ্যে গড়ে উঠেছে গ্যাংগিং কালচার। যা শিশুদের আলোকিত ভবিষ্যত গড়ার ক্ষেত্রে অন্তরায় হিসেবে কাজ করছে। ‘... ওরা বলে গেল তোরা ঘুরে দাঁড়া’- মানবিকতার পক্ষে আবরার হত্যার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান খেলাঘর নেতৃবৃন্দ। তারা বলেন, রাষ্ট্র-সমাজ ও অভিভাবকদের উদাসীনতায় চোখের সামনে ভবিষ্যত প্রজন্ম বিপথগামী হতে পারে না। তাহলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের স্বপ্ন সফল হবে না। তাই নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবার পক্ষ থেকে আশু পদক্ষেপ জরুরী।
×