ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পার্বতীপুরে ভীমরুলের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ০৭:৫৫, ১২ অক্টোবর ২০১৯

পার্বতীপুরে ভীমরুলের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের পার্বতীপুরে ভীমরুলের কামড়ে ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যেরাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু ২টি মারা যায়। এর আগে শুক্রবার বিকেলে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের রাঘবিন্দ্রপুর গ্রামে শিশু ২টিকে ভীমরুল কামড় দেয়। নিহতরা হলো রাঘবিন্দ্রপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে আরাফাত হোসেন (৬) ও বেলাল হোসেনের ছেলে নিশান হোসেন (৫)। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই। হরিরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, আরাফাত হোসেন তার মা ও চাচাতো ভাই নিশান হোসেনকে সঙ্গে নিয়ে পাশ্ববর্তী মফিজের ডাঙ্গা গ্রামের নানা বাড়ী বেড়াতে যাচ্ছিল। যাওয়ার পথে কাঠাল গাছে বাসা বাঁধা ভীমরুলের দল হঠাৎ উড়তে থাকে। এসময় সকলে প্রান ভয়ে ছুটাছুটি করে পালিয়ে যায়। পালানোর সময় নিশান ও আরাফতকে ভীমরুলের দল কামড় দিলে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গ্রামের বাড়ীতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে রাতে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। এদিকে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেসুর রহমান ভীমরুলের কামড়ে ২ শিশুর মর্মান্তিক মৃত্যুর ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন। তিনি জানান, ২ শিশু কিভাবে এবং কোথায় মারা গেছে তিনি শনিবার বিকেল পর্যন্ত কিছু জানেন না।
×