ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিফা সভাপতি ইনফানতিনো বাংলাদেশে আসছেন ১৬ অক্টোবর, জানালো বাফুফে

প্রকাশিত: ০৭:৪৭, ১২ অক্টোবর ২০১৯

ফিফা সভাপতি ইনফানতিনো বাংলাদেশে আসছেন ১৬ অক্টোবর, জানালো বাফুফে

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৬ অক্টোবর বিশ্ব ফুটবল সংস্থা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল এ্যাসোসিয়েশন (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফানতিনো এক সংক্ষিপ্ত শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসছেন। তিনি ঢাকা ত্যাগ করবেন ১৭ অক্টোবর। এ উপলক্ষে শনিবার মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, এমপি, বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য হারুনুর রশীদ, ফিফা/এএফসি ও বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ, বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর, ইকবাল হোসেন ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ফিফা সভাপতির সফর সঙ্গী হিসেবে ফিফা চারজন কর্মকর্তাও ঢাকায় আসবেন। তারা হলেন : মাট্টিয়াস গ্রাফস্টর্ম (ডেপুট সেক্রেটারি জেনারেল), ওনোফ্রে কস্টা (চীফ অব কম্যুনেকেশন্স), সঞ্জিবান বালাসিংগাম (ডিরেক্টর অব মেম্বার এ্যাসোসিয়েশন এশিয়া এ্যান্ড ওশানিয়া) এবং ফেদেরিকো রাভিগ্লিওনে (প্রেসিডেন্টস’ অফিস ম্যানেজার)। ফিফা সভাপতি ইনফানতিনো মঙ্গোলিয়া মঙ্গোলিয়া থেকে ১৬ অক্টোবর রাতে বাংলাদেশে আসবেন। পরদিন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। ফিফা সভাপতি ওই দিনই দুপুরের পর লাওসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। শনিবার বাফুফের ডাকা তাৎক্ষণিকভাবে ডাকা সংবাদ সম্মেলনে বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল বলেন, ‘ফিফা সভাপতির এই সংক্ষিপ্ত সফরকে আমার গুডউইল সফর বলতে চাই। আমরা আশা করি তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে। এখানে এসে তিনি আমাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন। আমাদের ফুটবল কোন্ পর্যায়ে আছে, কেমন অবস্থা, এগুলো তিনি জানবেন। বিশ্ব তথা এশিয়ান ফুটবল নিয়ে তার যেসব লক্ষ্য বা পরিকল্পনা আছে, সেগুলোর সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই।’ নাবিল আরও জানান, ১৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফিফা সভাপতির একটি সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে। বাফুফে সভাপতি সালাউদ্দিন বলেন, ‘ফিফা সভাপতি বাংলাদেশে আসছেন শুভেচ্ছা সফরে। কাজেই তার কাছে কিছু সরাসরি চাওয়াটা ঠিক হবে না। তবে আমরা আমাদের ফুটবলের সার্বিক চিত্রটা তার সামনে তুলে ধরবো। তখন যদি তিনি নিজ থেকে কিছু দিলেও দিতে পারেন।’ অপর এক প্রশ্নের জবাবে বাফুফে বস বলেন, ‘আগের ফিফা সভাপতি সেপ ব্লাটার বাংলাদেশে এসে সিলেট বিকেএসপি বা বাফুফে ফুটবল একাডেমির জন্য আর্থিক অনুদান দিয়ে গেছেন, মিডিয়ার তৈরি এই সংবাদটা একেবারেই ভুল। ফিফা এমন কিছু বলেনি। তারা যে অর্থ দিয়েছিল, তা আমরা ফুটবল উন্নয়নের জন্য কোথায় খরচ করেছি, বা কাজে লাগিয়েছি, সেগুলোর গত ১২ বছরের সব হিসাব, রসিদ ও ডকুমেন্টস সব আমাদের কাছে আছে। এগুলো ফিফাকেও পাঠানো হয়েছে।’ সালাউদ্দিনের এই জবাবের সূত্র ধরে নাবিল বলেন, ‘আমরা অতীত নিয়ে মাথা না ঘামিয়ে সামনে কিভাবে এগুবো, সেটা নিয়ে কাজ করা উচিত। এগুলো নিয়ে নেতিবাচক প্রশ্ন করা উচিত নয়। আমাদের জাতীয় ফুটবল দল যে আগের চেয়ে অভাবনীয় উন্নতি করেছে, তা তাদের গত এক বছরের পারফরম্যান্স দেখলেই আপনার প্রমাণ পাবেন।’ নাবিল আরও যোগ করেন, ‘ফিফা এখন আগের চেয়েও অনেক বেশি স্বচ্ছ। তাদের বর্তমান নীতিই হচ্ছে দুর্নীতিমুক্ত ফুটবলবিশ্ব। তাদের সঙ্গে তাল মিলিয়ে বাফুফেও আগের চেয়ে আরও বেশি সক্রিয় ও পেশাদারভাবে কাজ করার চেষ্টা করছে।’ যেহেতু শনিবার দুপুরে বাফুফে নিশ্চিত হয় ফিফা সভাপতির আগমন সম্পর্কে, এখন তারা ইনফানতিনোর বাকি প্রোগ্রামগুলোর শিডিউলও সেট করে ফেলবে। এগুলো বিস্তারিত রবিবারই বাফুফে প্রেস রিলিজের মাধ্যমে মিডিয়াকে জানিয়ে দেবে। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতে শিডিউল ইতোমধ্যেই ঠিক হয়ে গেছে। সালাউদ্দিন বলেন, ‘এছাড়া ফিফা সভাপতির সম্মতি পেলে আমরা চেষ্টা করবো তার সঙ্গে ক্রীড়া সাংবাদিকদের একটা সংবাদ সম্মেলনে মুখোমুখি করিয়ে দেয়া, যাতে তারা ফিফা সভাপতিকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারেন।’ সালাউদ্দিন আরও বলেন, ‘আমি বাংলাদেশের মানুষ। কাজেই আমি ফিফা সভাপতির কাছে সাফের সভাপতি হিসেবে কথা বলবো না। আমার প্রাধান্য থাকবে বাংলাদেশ।’ নাবিল বলেন, ‘ফিফা সভাপতি আসলে বাংলাদেশের ফুটবলের সবকিছুই জানেন। কিন্তু জানা এক জিনিষ আর নিজের চোখে দেখা আরেক জিনিষ। আশা করি তিনি সবকিছু নিজের চোখে দেখে-শুনে-বুঝে আমাদের ফুটবলের উন্নয়নের জন্য কিছু একটা করবেন।’ পেলের ঢাকা আসা, আজেন্টিনার ঢাকা আসা ... এগুলো নিয়ে প্রশ্ন করা হলে এগুলো সংবাদ সম্মেলনের সঙ্গে প্রাসঙ্গিক নয় বলে সালাউদ্দিন-নাবিল এগুলো নিয়ে কথা বলতে রাজি হননি। সবশেষে সালাউদ্দিন সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন, ‘যদি ফিফা সভাপতি আপনাদের সঙ্গে প্রেসমিট করেন, তাহলে সেখানে আপনার দয়া করে বাংলাদেশ ফুটবল বিষয়ক নেতিবাচক কোন প্রশ্ন করবেন না।’
×