ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতি দরকার আছে ॥ অধ্যাপক আনোয়ার হোসেন

প্রকাশিত: ০৫:৩০, ১২ অক্টোবর ২০১৯

শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতি দরকার আছে ॥ অধ্যাপক আনোয়ার হোসেন

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ “বুয়েটের হত্যাকাণ্ড ছাত্ররাজনীতির কারনে হয় নাই” ছাত্ররাজনীতির অনুপস্থিতিতিতে হয়েছে বলেছেন অধ্যাপক আনোয়ার হোসেন। তিনি বলেন, অন্যায় এর বিরুদ্ধে দাঁড়াবে কারা, দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াবে কারা, অতীতে কারা দাড়িয়েছে বাংলাদেশের যুব শক্তি এবং ছাত্ররাজনীতি। সুতরাং শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতি দরকার আছে এবং ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। বর্তমান ছাত্ররাজনীতিকে শাসক শ্রেনীর দুর্বৃত্ত্বায়ীত অপরাজনীতি। ছাত্ররাজনীতি বন্ধ কোন সমাধান নয়, লেজুরবৃত্তি বন্ধ করতে হবে। ছাত্ররাজনীতি বন্ধর পক্ষে বুয়েটের শিক্ষকরাও আছেন ছাত্ররাজনীতি বন্ধ হলে তাদেরইতো সুবিধা উলেখ করে তিনি বলেন, আপনারা দেখেও দেখবেন না, আপনাদের এখানে টর্চার সেল আছে, এখন যা হচ্ছে তা রাজনীতি না। রাজনীতি থাকলেই বরং তাদের অসুবিধা। আজ শনিবার সুনামগঞ্জ জেলা জাদসের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে এসব কথা বলেন। সভায় তিনি আরো বলেন, ৩০ ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর অনুষ্টানের মধ্য দিয়ে রাজনীতির পাশাপাশি প্রশাসনীক দুর্বৃত্ত্বায়ন পাকাপুক্ত করা হয়েছে। এগুলো করে সেনা শাসকরা, এটা করে জিয়া-এরশাদ। বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা এটা করতে পারেন না। পুলিস, আমলা, গোয়েন্ধা সংস্থা মনের করে সব কিছুতো আমরা করেছি সরকার আমরাই। দেশর মালিক আমরা। সেই যায়গায় হচ্ছে শঙ্কা। গভির কোন ষড়যন্ত্র দানা বাধছে। সাথে সাথে একথাও সত্য শেখ হাসিনাই মানুষে এখন শেষ ভরসা, সেই এখন (দুর্বৃত্ত্ব-মৌলবাদি) তাদের টার্গট। জেলা জাসদের সহ সভাপতি একেএম ওয়াহিদুল ইসলাম কবির এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রুহুল তুহিনের সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মির্জা অনোয়ারুল হক, সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ প্রমুখ।
×