ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাউফলে দুই সহোদরের পানিতে ডুবে মৃত্যু

প্রকাশিত: ০৪:৩২, ১২ অক্টোবর ২০১৯

বাউফলে দুই সহোদরের পানিতে ডুবে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ দাদা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আবদুল্লাহ (৫) ইয়াসিন (৩) নামের দুই সহোদর মারা গেছে। আজ শনিবার দুপুরের সময় বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত ওই দুই সহোদরের বাবার নাম সাদ্দাম হোসেন। জানা গেছে, সাদ্দাম হোসেন স্ত্রী ও দুই সন্তান নিয়ে নারায়নগঞ্জ থাকতেন। তিনি সেখানে দর্জির কাজ করতেন । গত ১ অক্টোবর আবদুল্লাহ (৫) ইয়াসিন (৩) দুই ভাই তার মা রহিমা বেগমের সাথে নানা বাড়ি দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চর বরবদি গ্রামে বেড়াতে আসেন। সেখান থেকে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দাদা বাড়ি বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামে বেড়াতে যান। দাদার নাম মৃত আবদুল আউয়াল চৌকিদার। দাদির নাম হালিমা বেগম । তিনি বাড়িতে একা থাকতেন। ওই বাড়ির পারভিন বেগম নামের এক গৃহবধূ জানান, ঘটনার দিন বেলা ১১টার সময় আবদুল্লাহ (৫) ইয়াসিন (৩) ঘরের সামনে উঠানে খেলা করছিল। এরপর কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে ঘরের সামনে পুকুর থেকে তাদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন। ধারণা করা হচ্ছে, পুকুরে হা-পা ধুতে গিয়ে এক ভাই পানিতে পরে গেলে অপর ভাই তাকে বাঁচাতে গিয়ে সেও পানিতে পরে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
×