ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০১:৫৬, ১২ অক্টোবর ২০১৯

কিশোরগঞ্জে আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের কঠোর শাস্তির দাবিতে কিশোরগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকালে শহরের গৌরাঙ্গবাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ছাত্র-শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে সবধরনের সন্ত্রাস বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সংগঠনের সভাপতি জেলা বারের সিনিয়র আইনজীবী অশোক সরকারের সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন জেলা উদীচীর সভাপতি এ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদল, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পীযুষ কান্তি সরকার, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আঃ রহমান রুমী, জেলা পরিষদ সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, ব্যাংকার ফিরোজ উদ্দীন ভূঞা, অধ্যক্ষ মনোরঞ্জন সরকার, অধ্যক্ষ আলফাজ উদ্দিন দিপু, প্রভাষক ফরিদ আহমেদ, সিনিয়র শিক্ষক স্বপন কুমার বর্মণ, সংস্কৃতিকর্মী খায়রুজ্জামান রবিন, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। বক্তারা বলেন, আবরার ফাহাদ প্রথম নয়। ২০০২ সালে বুয়েটে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, ঢাকা মেডিক্যালে রাজীবকে হত্যা করা হয়েছে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের দখলদারিত্ব চলছে। তারা জোর করে শিক্ষার্থীদের মিটিং মিছিলে নিয়ে যাচ্ছে, তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। আর তাই এখন সময় এসেছে ছাত্রসমাজের ঐক্যবদ্ধ থাকার।
×