ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারত সফরে কি চুক্তি হয়েছে জনগণ জানতেও পারছে না: রিজভী

প্রকাশিত: ০৮:৩০, ১১ অক্টোবর ২০১৯

ভারত সফরে কি চুক্তি হয়েছে জনগণ জানতেও পারছে না: রিজভী

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী বার বার ভারত সফরে গিয়ে দেশবিরোধী চুক্তি করে আসেন বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের জনগণ জানতেও পারছে না কী চুক্তি হয়েছে এবং এসব চুক্তিতে কার স্বার্থ রক্ষা হচ্ছে? শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ছাত্রলীগের কারণে আজ দেশের মেধাবী সন্তানরা খুনিতে পরিণত হচ্ছে। এই সংগঠনটি এখন এতটাই অভিশপ্ত সংগঠনে পরিণত হয়েছে যে, বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী ছাত্ররা ভর্তি হয়েও ছাত্রলীগের কারণে পরিণত হচ্ছে খুনিতে। এরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হল ও হোস্টেলগুলোতে বুক সেলফের পরিবর্তে টর্চার শেল গড়ে তুলেছে। দেশের ছাত্রসমাজ এসব অনাচার আর মেনে নেবে না। রিজভী বলেন, এ সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের স্লোগানের ভাষা শুনলেই তা বুঝা যায়। ছাত্র সমাজের কোন আন্দোলন ব্যর্থ হয় না। বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, উনার এই বক্তব্যে দেশের মানুষ এতই লজ্জা পেয়েছে যে, তারা এই কথায় হাসতেও ভুলে গেছে। আমরা মনে করি, পারষ্পরিক স্বার্থ ও সমমর্যাদা রক্ষার ভিত্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে বন্ধুত্বের, স্বামী-স্ত্রীর নয়। এখানেই আওয়ামী লীগের সঙ্গে বিএনপির মৌলিক বিরোধ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন নবী-খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
×