ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেজা নওফল হায়দার

মঙ্গলযাত্রায় প্রস্তুত হবে স্পেসএক্স

প্রকাশিত: ০৬:২৬, ১২ অক্টোবর ২০১৯

মঙ্গলযাত্রায় প্রস্তুত  হবে স্পেসএক্স

এক পাশে ১১ বছরের ইতিহাস ফ্যালকন ১, অন্য পাশে ভবিষ্যতের নভোযান স্টারশিপ। মাঝে দাঁড়িয়ে ইলন মাস্ক বলছেন তার স্বপ্নের কথা। মেক্সিকো সীমান্ত থেকে কয়েক কিলোমিটার ভেতরে টেক্সাসের একটি গ্রাম বোকা চিকা। কয়েক বছর আগেও কোন খবরে আসত না এই গ্রামের কথা। সেই প্রত্যন্ত গ্রামেই হাজির নানা সংবাদমাধ্যমের প্রতিনিধি আর মহাকাশে উৎসাহী লোকজন। তাদের নিরাশ করেননি মাস্ক। স্টারশিপ উন্মোচনের পর পরই ঘোষণা দিলেন মাস ছয়েকের মধ্যেই তার এই নভোযান চাঁদ এমনকি মঙ্গলেও পাড়ি জমানোর জন্য প্রস্তুত থাকবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তার প্রতিষ্ঠান স্পেসএক্স খুব দ্রুততার সঙ্গেই মহাকাশযানের এই নতুন সংস্করণটি তৈরি করেছে। মাস্ক আরও বলেন, ‘মহাকাশমুখী একটি সভ্যতা হিসেবে নিজেদের দাঁড় করাতে হলে আমাদের যে গুরুত্বপূর্ণ ধাপটি পেরোতে হবে তা হলো এই মহাকাশ ভ্রমণকে আমাদের স্বাভাবিক উড়োজাহাজে ভ্রমণের পর্যায়ে নিয়ে আসতে হবে।’ ‘স্টারশিপ’ নামের নতুন মহাকাশযানটি মসৃণ স্টিল দিয়ে তৈরি। যানটি প্রায় ডজনখানেক মানুষকে চাঁদে এবং মঙ্গলে নিতে সক্ষম। মাস্কের আন্তঃগ্রহ অভিযানের দৈত্যাকার সিস্টেমটির উচ্চতা ৩৮৭ ফুট যার ওপরের অর্ধেক হচ্ছে এই স্টারশিপ। আর এটি পুনর্ব্যবহারযোগ্য। মাস্কের এই চন্দ্রমিশনটি মূলত নাসার আর্টেমিস প্রোগ্রামের সমান্তরাল যেখানে নাসা ২০২৪ সালে চাদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার নাসা একটি বিবৃতিতে জানায়, তারা স্পেসএক্স কে বলেছে কিভাবে চাঁদে অবতরণ করা যায় এবং কিভাবে রকেটকে পুনরায় জ্বালানি প্রতিস্থাপন করা যায় সেই প্রযুক্তি তৈরি করতে। চন্দ্রাভিযানে খুবই গুরুত্বপূর্ণ হবে এই প্রযুক্তি। তবে, ইলন মাস্কের মহাকাশযাত্রার স্বপ্নের ‘খেসারত’ অনেকটাই দিচ্ছে বোকা চিকা গ্রাম। রকেট ইঞ্জিনের বিকট শব্দে অসম্ভব স্নায়ুপীড়নে আছেন স্পেসএক্স লাগোয়া এলাকার লোকজন। কয়েক কিলোমিটারের মধ্যে ডজনদুয়েক পবিরারের বসবাস এখানে। এই পীড়ন থেকে গ্রামবাসীকে ‘রক্ষার’ উপায় নিয়েও ভেবেছেন মাস্ক। উপস্থিত জনসাধারণকে বললেন-‘প্রকৃত সমস্যা তুলনামূলকভাবে কম, একেবারে আবার কমও না। তাই গ্রামটি বরং কিনে ফেলাই ভাল হবে। আমরা ইতোমধ্যেই প্রস্তাবটি দিয়েছি।’ তবে জমির বাজারমূল্যের চেয়ে তিনগুণ দামে গ্রামটি কিনে ফেলার প্রস্তাব দেয়া হলেও কাক্সিক্ষত সাড়া মেলেনি। ইউটিউবের প্রতিদ্বন্দ্বী আনছে রাশিয়া রাশিয়ার ইন্টারনেট জায়ান্ট ইয়ানডেক্স নিজস্ব ভিডিও স্ট্রিমিং সাইট চালু করতে যাচ্ছে। শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এটি ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম বলে দাবি করেছে ইয়ানডেক্স। ইন্টারনেট জগতে বর্তমানে চাহিদার ওপর ভিত্তি করে ইউটিউব এবং ফেসবুক উভয়েরই ভিডিও স্ট্রিমিং সেবা রয়েছে। চীনের বেজিংভিত্তিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের অনলাইন ভিডিও সেবা টোটিয়াও-এর পথ ধরেই ইয়ানডেক্স এগোচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ইয়ান্ডেক্স জেন বিভিন্ন বিষয় ধরে ভিডিও কনটেন্ট শ্রেণীবিন্যাস করে থাকে। এই সাইটে ১৫ মিনিট পর্যন্ত দৈর্ঘ্যরে ভিডিও আপলোড করতে পারেন ব্লগাররা। সূত্র জানায়, পরীক্ষামূলক অবস্থাতেই সাইটটি ইতোমধ্যেই বিভিন্ন রকম কন্টেন্ট দিয়ে পূর্ণ হয়ে গিয়েছে। প্রতিদিন এর ভিউ হচ্ছে ২ কোটিরও বেশি এবং ব্যবহারকারী রয়েছে এক কোটি দশ লাখের ওপরে। এই আগস্টে ইয়ান্ডেক্স জেনের দর্শক পাঁচ কোটির কাছে পৌঁছে গেছে। বর্তমানে রাশিয়ার প্রায় অর্ধেক জনগণই ইয়ান্ডেক্সের সার্চ ইঞ্জিন ব্যবহার করছে। তবে ডিলয়েটের সম্প্রতি একটি অনুসন্ধানে জানা গেছে সাইটটি এখনও রাশিয়ায় তৃতীয় অবস্থানে রয়েছে যেখানে প্রথম অবস্থানে রয়েছে ইউটিউব এবং পরবর্তীতে রয়েছে সেই দেশের বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্ক সাইট ভিকনটাক। মার্কিন অর্থনীতির ১০ শতাংশ আসছে ইন্টারনেট সেক্টর থেকে ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোর শীর্ষ সংগঠন এমন এক সময়ে মার্কিন অর্থনীতিতে তাদের অবদানের হিসাব প্রকাশ করল যখন অনেক বড় ইন্টারনেট প্রতিষ্ঠানকে ভেঙ্গে একাধিক প্রতিষ্ঠান তৈরির প্রস্তাব আসছে দেশটির জনপ্রতিনিধিদের কাছ থেকে। ইন্টারনেট এ্যাসোসিয়েশনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন অর্থনীতিতে প্রতি ১০ ডলারে এক ডলার আসছে ইন্টারনেট সেক্টর থেকে, যা প্রায় দুই লাখ ১০ হাজার কোটি মার্কিন ডলার। -খবর রয়টার্সের দ্রুত বেড়ে ওঠা এই সেক্টর বর্তমানে রিয়েল এস্টেট, সরকার এবং উৎপাদনমুখী শিল্পের পর চতুর্থ অবস্থানেই রয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এই হিসাব এমন একটি সময়ে প্রকাশ পেল যখন নিরাপত্তা, গোপনতাসহ বিভিন্ন ইস্যুতে ফেসবুক, এ্যামাজন, গুগলসহ বিভিন্ন ইন্টারনেট জায়ান্ট তীব্র সমালোচনার মুখোমুখি দাঁড়িয়ে, এদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে মার্কিন বিচার বিভাগ। ছোট-বড় সব ইন্টারনেট প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে এই ইন্টারনেট এ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠানটি ২০১৮ সালের একাধিক সূত্রের আলোকে ওই হিসাব দিয়েছে। ওই হিসাবেই দেখা গেছে উৎপাদন শিল্প থেকে গত বছর মার্কিন অর্থনীতিতে যোগ হয়েছে দুই লাখ তিরিশ হাজার কোটি ডলার। পাঁচ বছর আগেও মার্কিন অর্থনীতিতে ইন্টারনেট সেক্টরের অবদান ছিল ৯৬ হাজার ৬২০ কোটি মার্কিন ডলার। সে সময় এটা ছিল জিডিপির ছয় শতাংশ। প্রকাশিত ওই প্রতিবেদনে আরো দেখানো হয়েছে মার্কিন শ্রম বাজারে ৬০ লাখ কর্মসংস্থান সরাসরি ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোর অবদান যা মোট শ্রম বাজারের প্রায় চার শতাংশ এবং এর পেছনে মার্কিন ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ৬৪০ কোটি মার্কিন ডলার। আরও প্রায় এক কোটি ৩০ লাখ চাকরিও পরোক্ষভাবে ইন্টারনেট সেক্টরের ওপর নির্ভরশীল। প্রতিবেদনটি তৈরির জন্য ইন্টারনেট অ্যাসোসিয়েশন তথ্য নিয়েছে আদমশুমারি, ব্যুরো অফ ইকোনমিক অ্যানালাইসিস (বিইএ) এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্চেঞ্জ কমিশন থেকে। প্রতিষ্ঠানটির প্রধান অর্থনীতিবিদ ক্রিস্টোফার হুটন ইন্টারনেট শিল্প সম্পর্কে বলেন, ‘এই সেক্টরটি অর্থনীতির সব ক্ষেত্রেই কর্মসংস্থান তৈরি করছে।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে আমরা আরো সুক্ষভাবে বিশ্লেষণ চালাচ্ছি যেন ইন্টারনেটের প্রভাবটি আমরা যতটা সম্ভব সঠিকভাবে পেতে পারি।’ বিইএর অনুসন্ধানে আরও দেখা গেছে ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিটাল অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের গড় আয় ছিল এক লাখ ৩২ হাজার ২২৩ মার্কিন ডালার। যেখানে দেশটিতে সব সেক্টর মিলে একজন কর্মীর গড় আয় ছিল ৬৮ হাজার ৫০৬ মার্কিন ডলার। গুগলের নতুন ইন্টারনেট প্রোটোকলে শঙ্কা গুগলের নতুন ইন্টারনেট প্রোটোকল ব্যবহারের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এ্যান্টিট্রাস্ট তদন্তকারীরা। এই প্রোটোকল ব্যবহারে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, নতুন প্রোটোকলের মাধ্যমে পাওয়া ডেটা ব্যবসায়িক কাজে ব্যবহার করা হবে কিনা তা জানতে চেয়েছেন তদন্তকারীরা। হাউস জুডিশিয়ারি কমিটির সদস্যরা এক চিঠিতে গুগলের কাছে জানতে চান ‘নতুন প্রোটোকলটি চালু করা হবে নাকি এটি চালু করা হয়েছে এমনটি প্রচার করা হবে।’ গুগলের নতুন এই প্রোটোকলের নাম বলা হচ্ছে ডিএনএস-ওভার-এইচটিটিপিএস। প্রোটোকলটির মাধ্যমে ইন্টারনেটের গোপনীয়তা ব্যবস্থা আরও উন্নত হবে এবং এনক্রিপশনের কারণে নিরাপত্তা বাড়বে। সামনের মাস থেকে ক্রোম ব্রাউজারের গ্রাহকের মাধ্যমে এই প্রোটোকলের পরীক্ষা শুরু করবে সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটি। গুগলের নতুন এই প্রোটোকল ইন্টারনেট প্রতিযোগিতায় কিছুটা পরিবর্তনও আনতে পারে। এর মাধ্যমে কেবল এবং ওয়্যারলেস প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ গ্রাহকের ডিএনএস সার্ফিং ডেটা হারাবে। ফলে গ্রাহকের ডেটার ক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে পারে গুগল। ডোরড্যাশ হ্যাকিং : ৪৯ লাখের তথ্য ফাঁস হ্যাকিংয়ের শিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাবার সরবরাহ প্রতিষ্ঠান ডোরড্যাশ। এ ঘটনায় প্রতিষ্ঠানের ৪৯ লাখ গ্রাহক, কর্মী এবং রেস্তরাঁর তথ্য ফাঁস হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, মে মাসের ৪ তারিখ অননুমোদিত কেউ অবৈধভাবে তাদের সিস্টেমে প্রবেশ করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চুরি যাওয়া সম্ভাব্য তথ্যগুলোর মধ্যে রয়েছে ক্রেতাদের কার্ডের শেষ চার অঙ্ক, রেস্টুরেন্ট কর্মীদের ব্যাংক এ্যাকাউন্টের শেষ চার অঙ্ক এবং রেস্তরাঁর কিছু তথ্য। প্রতিবেদনে আরও বলা হয় ঝুঁকিতে থাকা তথ্যগুলোর মধ্যে আরও রয়েছে ক্রেতাদের প্রোফাইলের তথ্য যেমন : নাম, ই-মেইল, সরবরাহ ঠিকানা এবং ফোন নম্বর। এ ছাড়াও প্রায় এক লাখ সরবরাহ কর্মীর লাইসেন্স নম্বরও বেহাত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্যানফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটি তথ্য চুরির বিষয়টি জানতে পেরেছে এই মাসের শুরুর দিকেই। প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যে সব ক্রেতা এপ্রিলের ৫ তারিখের পর তাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের কোন তথ্য চুরি হয়নি।
×