ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুর্গন্ধযুক্ত পানি নিয়ে চরম সমস্যায় শঙ্কর এলাকার বাসিন্দারা

প্রকাশিত: ০৬:১৯, ১২ অক্টোবর ২০১৯

 দুর্গন্ধযুক্ত পানি নিয়ে চরম সমস্যায় শঙ্কর এলাকার বাসিন্দারা

স্টাফ রিপোর্টার ॥ ময়লা আর দুর্গন্ধযুক্ত পানি নিয়ে চরম সমস্যায় রাজধানীর শঙ্কর এলাকার বাসিন্দারা। ‘নিরিবিলি’ হাউজিংয়ে সুপেয় পানির জন্য হাহাকার প্রায় একমাস ধরে। স্থানীয়দের দাবি, সমাধানের আবেদনে সাড়া না দিয়ে বরং বেশি দামে পানি বিক্রি করছে ঢাকা ওয়াসা। বাসার লাইনে পানি থাকলেও নোংরা আর দুর্গন্ধযুক্ত হওয়ায় তা ব্যবহার অনুপযোগী। শঙ্করের বেশ কয়েকটি বাড়ির এমন দশা হওয়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে স্থানীয়রা। স্থানীয়দের দাবি, শুধু দৈনন্দিন কাজই ব্যাহত হচ্ছে না পানিবাহিত নানারোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। তাদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি। ভুক্তভোগীরা বলেন, নোংরা পানি দিয়েই কাজ করতে হয় বাধ্য হয়ে। পানি খারাপ হওয়ায় বাসা ছেড়ে একসপ্তাহ ধরে আত্মীয় স্বজনের বাসায় গিয়ে দিন যাপন করছি। স্যুয়ারেজ লাইন এবং পানির লাইন এক হয়ে গেছে। অনেকদিন পানি ছিলই না, যখন পানি আসা শুরু হয় তখন শুধু গন্ধ নয় খুব দুর্গন্ধযুক্ত পানি আসে। সঙ্কট সমাধানে মিনারেল ওয়াটার বা জারের পানি কেনায় জীবনযাপনের খরচ বাড়ার দাবি বাসিন্দাদের। কেউ আলাদা জলাধার বসিয়ে পানি কিনছেন ওয়াসা থেকেই। অফিস ফেরা এক ব্যক্তি বলেন, প্রতিদিন অফিস থেকে ফেরার পথে পানির জার কিনে বাসায় ফিরতে হয়। আবার অনেকে বলেন, চারশ’ টাকার জায়গায় ছয়শ’ টাকা দিয়ে এক গাড়ি পানি কিনতে হচ্ছে। ওয়াসার অফিসের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু কোন কাজ হয়নি বলে জানান এলাকাবাসী।
×