ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আটক কাউন্সিলর মিজানের কার্যালয়ে অভিযান

প্রকাশিত: ০৫:৫১, ১১ অক্টোবর ২০১৯

আটক কাউন্সিলর মিজানের কার্যালয়ে অভিযান

স্টাফ রিপোর্টার ॥ পার্শ্ববর্তী দেশে পালানোর সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটকের পর তার ঢাকার লালমাটিয়া কার্যালয়ে অভিযান পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। শুক্রবার বিকেলে আটক কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে সঙ্গে নিয়ে তার লালমাটিয়ার কার্যালয়ে অভিযান শুরু করে র‌্যাব-২ এর একটি দল। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেছেন, অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। শুক্রবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আটক করা হয় কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে। এ ব্যাপারে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম জানান, চলমান জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে হাবিবুর রহমান মিজানকে আটক করা হয়। কাউন্সিলর মিজান দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন- এমন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থেকে আজ ভোরে তাকে আটক করা হয়।
×