ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন জেলায় অতিরিক্ত মদ খেয়ে ছয় যুবকের মৃত্যু

প্রকাশিত: ১৩:০০, ১১ অক্টোবর ২০১৯

তিন জেলায় অতিরিক্ত মদ খেয়ে ছয় যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল/ যশোর/নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল ॥ বরিশাল নগরীতে অতিরিক্ত মদ্যপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। মৃতরা হলো নগরীর হাটখোলা এলাকার বাসিন্দা জৌতিপ্রকাশ রায়ের পুত্র সিদ্ধার্থ রায় (৩২), গণপাড়া এলাকার পরিমল চন্দ্র দাসের পুত্র রতন চন্দ্র দাস (২৬) ও দপ্তরখানা এলাকার নরেন্দ্রনাথ কর্মকারের পুত্র বিকাশ কর্মকার (৩৫)। যশোরের চৌগাছা উপজেলায় অতিরিক্ত মদপানে অমরেশ দাস (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত অমরেশ চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের মৃত কার্তিক দাসের ছেলে। টাঙ্গাইল ॥ কালিহাতীতে অতিরিক্ত মদ পানে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন অসুস্থ হয়েছে। বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং বুধবার রাতে উপজেলার উত্তর বেতডোবা পালপাড়া গ্রামে নিজ বাড়িতে একজন মারা যায়। নিহতরা হলো- উপজেলার উত্তর বেতডোবা পালপাড়া গ্রামের দিনু পালের ছেলে আনন্দ পাল (৪৫) এবং ওই গ্রামের ভজন পালের ছেলে গোপাল চন্দ্র পাল (৩৫)।
×