ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লেবাননে বাংলাদেশী নারী কর্মীর মৃত্যু

প্রকাশিত: ১২:৩৯, ১১ অক্টোবর ২০১৯

 লেবাননে  বাংলাদেশী  নারী কর্মীর মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ লেবাননের ছাবরা সাথীলা এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঝরনা বেগম (৪২) নামে এক বাংলাদেশী নারী কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় তার মৃত্যু হয়। তিনি ঢাকার সাভার উপজেলার কাউন্দিয়া গ্রামের আবুল হোসেনের মেয়ে। ঝরনা বেগমের মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে আছে। খবর ওয়েবসাইটের। জানা গেছে, ঝরনা বেগম প্রায় ১০ বছর আগে গৃহকর্মীর ভিসায় লেবানন যান। প্রতিদিনের মতো কাজ থেকে বাসায় ফিরে শারীরিকভাবে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ঝরনা বেগম। পরে হাসপাতালে নিলে চিকিৎসক জানান, হৃদরোগের কারণে তার মৃত্যু হয়েছে।
×