ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জের ১৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:৩৯, ১১ অক্টোবর ২০১৯

নারায়ণগঞ্জের ১৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের স্থানীয় সাতটি পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদকসহ ১৬ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম ‘ক’ এবং ‘খ’ অঞ্চল আদালতে এ মামলা দুটি দায়ের করা হয়। দুটি মামলার মধ্যে একটি মামলার বাদী সিদ্ধিরগঞ্জের এসও রোডের স্বপন মন্ডল এবং অপর মামলার বাদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী। স্বপন মন্ডলের মানহানির মামলায় মুখ্য বিচারিক হাকিম ‘ক’ অঞ্চলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরুন্নাহার ইয়াসমিন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ১/১/২০২০ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় একটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী স্বপন মন্ডলের পক্ষের আইনজীবী এ্যাডভোকেট হাবিবুর রহমান। অন্যদিক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী বাদী হয়ে দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান বাদল এবং একই পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুর রহিমের বিরুদ্ধে মামলা করেছেন। মীর সোহেলের পক্ষে মানহানির মামলা দায়ের করেন এ্যাডভোকেট মশিউর রহমান। মীর সোহেল আলী দাবি করেছেন, গত ৯ অক্টোবর ডান্ডিবার্তায় ‘নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অনুবেশকারী বেপরোয়া’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে অসত্য, মিথ্যা ও বানোয়াট তথ্যে ভরপুর। এর ফলে তার মানহানি ঘটছে।
×