ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফরিদপুরে কেরামত হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১১:৩৯, ১১ অক্টোবর ২০১৯

ফরিদপুরে কেরামত হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১০ অক্টোবর ॥ ফরিদপুরে কেরামত হাওলাদার হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের হাকিম মোঃ সেলিম মিয়া। মৃত্যুদ-প্রাপ্ত সাত আসামির মধ্যে পাঁচজন আদালতে হাজির ছিলেন। তাদের উপস্থিতিতে এবং পলাতক দুই আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। মৃত্যুদ-প্রাপ্তরা হলেন, ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের সিংগারডাক গ্রামের তোফা মোল্লা (২৬), পলাশ ফকির (৩২) ও সিদ্দিক খালাসী (৩৬), চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা গ্রামের এরশাদ মাতুব্বর (৩২), নাইম মাতুব্বর (৩৫) ও আনোয়ার মোল্লা (২৮) এবং সদরপুর উপজেলার চর মানাই ইউনিয়নের আমির খার কান্দি গ্রামের সিরাজুল খা (২৭)। এরমধ্যে সিরাজুল খা ও নাইম মাতুব্বর পলাতক রয়েছে। জানা যায়, কেরামত ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের উত্তর লোহারদিয়া গ্রামের মৃত সামছু হাওলাদারের ছেলে। তিনি পিকআপ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০১৪ সালের ১৫ ডিসেম্বর বাড়ি থেকে অনুমানিক এক কিলোমিটার দূরে চান্দ্রা ইউনিয়নের ছলিলদিয়া গ্রামের দীঘলকান্দা বিলের মধ্যে জনৈক আক্কাস মল্লিকের পুকুরে তার মৃতদেহ গলা কাটা ও পেট ফাঁড়া অবস্থায় উদ্ধার করা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) দুলাল চন্দ্র সরকার বলেন, এ হত্যা মামলার সাত আসামির মধ্যে সাতজনকেই সর্বোচ্চ দ- হিসেবে মৃত্যুদ- প্রদান করা হয়েছে। তিনি বলেন, আমরা ন্যায়বিচার পেয়েছি।
×