ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রামুতে রোহিঙ্গাকে ভোটার হতে সহায়তাকারীকে অর্থদণ্ড

প্রকাশিত: ০৮:৫১, ১১ অক্টোবর ২০১৯

রামুতে রোহিঙ্গাকে ভোটার হতে সহায়তাকারীকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামুতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে এক রোহিঙ্গা পরিবারকে ভোটার করিয়ে দিতে সহায়তার দায়ে স্থানীয় এক ব্যক্তিকে (দালাল) ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যার পর রামুতে ভ্রাম্যমাণ আদালতে এ দ- দেয়া হয়। জানা যায়, বুধবার বিকেলে জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের তথ্য সংগ্রহ করা ভোটারদের তথ্য যাচাই বাছাইয়ের ধার্য দিন ছিল। রামু উপজেলা পরিষদ হলরুমে বিশেষ কমিটির মাধ্যমে তথ্য যাচাই বাছাইয়ের সময় আবেদনকারী মোবারক মিয়া ও তার বোন খালেদা আক্তারের ফরমে (যার ফরম নং- ৫৩২৬৬৮০৭ ও ৫৩২৬৬৮০৮) দেয়া তথ্য গরমিল দেখা যায়। এ সময় তাদের নির্বাচন অফিসে আসার নির্দেশ দিলে মোবারক আলী দেখা করে ফরমে উল্লেখিত পিতা ছুরুত আলমের (এনআইডি নং- ১৯৬২২২১৬৬৩৮৭৪০৯৭০) তার কি হয় জিজ্ঞেস করলে পিতা বলে শনাক্ত করেন। কিন্তু পরবর্তীতে জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বারকে জিজ্ঞেস করলে সংযুক্ত এনআইডিটি তার পিতার নয় বলে প্রমাণ পাওয়া যায়। আবেদনকারী দু’জনের পিতা রোহিঙ্গা ছুরুত আলম।
×