ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ

প্রকাশিত: ০৮:৫০, ১০ অক্টোবর ২০১৯

মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়েছে। মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয় । মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনাকালে মুন্সীগঞ্জ মেঘনা নদীর এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলেকে ইলিশ শিকার করতে দেখতে পায় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা । এ সময় অভিযান টের পেয়ে জাল ও মাছ ফেলে নৌকা নিয়ে পালিয়ে যায় জেলেরা। ফলে জেলেদের আটক করা সম্ভব হয়নি বলে জানান জেলা মৎস্য অফিসার জিল্লুর রহমান। অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সুনীল মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, আনসার ব্যাটালিয়ানের কমান্ডার রেজাউল করিম প্রমুখ। পরে জব্দকৃত কারেন্ট জালগুলো ধলেশ্বরী তীরে আগুনে পুড়িয়ে বিন্ষ্ট করা হয়। মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়। উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুম ৯ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
×