ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইলিশ সংরক্ষণে জরিমানা

প্রকাশিত: ০৮:৪৮, ১১ অক্টোবর ২০১৯

ইলিশ সংরক্ষণে জরিমানা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ইলিশ সংরক্ষণ করায় জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারের মা মৎস্য আড়তে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আড়ত মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাতে এ অভিযান চালানো হয়। শেষে জব্দকৃত ইলিশ স্থানীয় কওমি মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে প্রদান করা হয়। একইদিন সন্ধ্যায় বিভাগের বিভিন্ন নদ-নদী ও মৎস্য আড়তে অভিযান চালিয়ে ১৬ জেলেকে আটকের পর ৫৫ হাজার টাকা ও এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি উদ্ধার করা হয়েছে এক দশমিক ৬৯৯ টন ইলিশ। যা বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীকে স্মারকলিপি স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ গ্রীনসিটি এলাকার ক্ষতিগ্রস্ত জমির মালিক ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য ব্যবসায়িক ক্ষতিপূরণ, বর্তমান বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে জমির মূল্য পুনঃসংযোজনসহ ছয় দফা দাবি পূরণের জন্য বৃহস্পতিবার সকালে ঈশ্বরদীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহলের নিকট এ স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি প্রদান করার সময় ক্ষতিগ্রস্তদের মধ্যে আওয়ামী লীগ নেতা জুলমত হায়দার, হরমুজ আলী, মিনহাজ মোল্লা ও শরীফ মোল্লাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
×