ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চউক নির্মিত চার ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেল চসিক

প্রকাশিত: ০৮:৪৭, ১১ অক্টোবর ২০১৯

চউক নির্মিত চার ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেল চসিক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নির্মিত চারটি ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণসহ সার্বিক দায়িত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) হস্তান্তরের সিদ্ধান্ত দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এর ফলে নগরীর বহদ্দারহাটের এমএ মান্নান ফ্লাইওভার, মুরাদপুরের আখতারুজ্জামান বাবু ফ্লাইওভার, কদমতলী ফ্লাইওভার ও দেওয়ানহাট ফ্লাইওভার চসিকের নিয়ন্ত্রণে চলে আসবে। গত বুধবার মন্ত্রণালয়ে মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে, গত ১৪ জুলাই মুরাদপুর ফ্লাইওভার রক্ষণাবেক্ষণের দায়িত্ব চসিকের অনুকূলে প্রদানের নির্দেশনা প্রদান করে মন্ত্রণালয়। এবার আরও ৩টি ফ্লাইওভারের দায়িত্ব চসিককে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আরও আগে চউক আখতারুজ্জামান ফ্লাইওভারে টোল আদায়ের মতামত ব্যক্ত করে মন্ত্রণালয়কে পত্র দিয়েছিল। কিন্তু বিষয়টি নিয়ে জনমনে নেতিবাচক প্রভাব সৃষ্টি হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে চসিকের মতামত চাওয়া হয়। উত্তরে চসিক কোন ধরনের টোল আদায় না করে এসব ফ্লাইওভার রক্ষণাবেক্ষণে সংস্থার মত প্রদান করলে তা গৃহীত হয় এবং যথাসম্ভব দ্রুত সময়ে তা চসিককে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। মুন্সীগঞ্জে প্রি-পেইড মিটার লাগাতে এলাকাবাসীর বাধা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর এলাকায় বৃহস্পতিবার দুপুরে জোরপূর্বক প্রি-পেইড মিটার লাগাতে গেলে পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তাদের বাধা দেন স্থানীয় লোকজন। এ সময় পল্লী বিদ্যুতের কর্মকর্তা পুলিশের ভয় ও মামলার ভয় দেখিয়ে বিভিন্ন বাড়িতে মিটার লাগানোর চেষ্টাও করে। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে পল্লী বিদ্যুত সমিতির লোকজনের কথা কাটাকাটি হয়। পরে ঘটনাস্থল আব্দুল্লাহপুর কেরানীগঞ্জ পল্লী বিদ্যুত শাখার এজিএম আব্দুল কাদের জিলানী এসে বলেন, যদি প্রি-পেইড মিটার লাগাতে না দেয়া হয় তাহলে আইনীব্যবস্থা নেয়া হবে এবং এই এলাকা থেকে আজীবনের জন্য বিদ্যুত বিচ্ছিন্ন করে দেয়া হবে বলেও হুমকি দেন তিনি। এলাকাবাসী বলেন, যেহেতু আমাদের এলাকাটা সিরাজদিখান উপজেলার অধীনে, আর বিদ্যুত শাখা পড়ছে কেরানীগঞ্জে কিন্তু তারা ওই এলাকায় না লাগিয়ে প্রথমই কেন আমাদের এখানে লাগাতে এলো।
×