ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উখিয়ায় ৪ জনকে হত্যার ঘটনায় গ্রেফতার দুই

প্রকাশিত: ০৮:৪৫, ১১ অক্টোবর ২০১৯

উখিয়ায় ৪ জনকে হত্যার ঘটনায় গ্রেফতার দুই

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার রতœাপালং ইউনিয়নের পূর্ব রতœা বড়ুয়া পাড়ায় প্রবাসী রোকন বড়ুয়ার পরিবারের ৪ জনকে জবাই করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার রাতে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে- রোকন বড়ুয়ার ভাই শিপু বড়ুয়ার স্ত্রী রিকু বড়ুয়া ও রিকু বড়ুয়ার ভাগ্নি জামাই উজ্জ্বল বড়ুয়া। উখিয়া থানার ওসি দীর্ঘ অনুসন্ধানের পর প্রাথমিকভাবে ৪ জনকে হত্যার ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে হত্যাকা-ের মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে। উখিয়া উপজেলার পূর্ব রতœাপালং বড়ুয়া পাড়ায় কুয়েত প্রবাসী রোকন বড়ুয়ার বাড়িতে গত ২৫ সেপ্টেম্বর রাতে রোকন বড়ুয়ার মা সুখী বালা বড়ুয়া, সহধর্মিণী মিলা বড়ুয়া, একমাত্র পুত্র রবিন বড়ুয়া (৫) ও ভাইজি সনি বড়ুয়াকে (৬) কে বা কারা জবাই করে হত্যা করে পালিয়ে যায়। এ বিষয়ে ২৬ সেপ্টেম্বর উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় বাদী হয়েছেন রোকন বড়ুয়ার শ্বশুর ও নিহত মিলা বড়ুয়ার পিতা শশাঙ্ক বড়ুয়া। মামলার এজাহারে সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। অজ্ঞাত আসামি হিসেবে এজাহারে উল্লেখ রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার বলেন, দীর্ঘ তদন্তের পর হত্যাকা-ে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেককে ৭ দিন করে রিমান্ড চওয়া হবে। জিজ্ঞাসাবাদ শেষে আসল রহস্য বেরিয়ে আসবে। গ্রেফতারকৃত ২ জনই রোকন বড়ুয়ার নিকটাত্মীয়। তার মধ্যে রিকু বড়ুয়া হচ্ছে-প্রবাসী স্বজনহারা রোকন বড়ুয়ার সেজ ভাই শিপু বড়ুয়ার স্ত্রী এবং ফোর মার্ডারে নিহত শিশু সনি বড়ুয়ার মা। অপর আসামি হচ্ছে- রিকু বড়ুয়ার ভাগ্নিজামাই উজ্জ্বল বড়ুয়া। উজ্জ্বল বড়ুয়ার বাড়ি রামু রাজারকুল রামকোট এলাকায়। উজ্জ্বল বড়ুয়াকে মঙ্গলবার রাতে তার শ্বশুরবাড়ি উখিয়া কুতুপালং থেকে এবং একই সময়ে রিকু বড়ুয়াকে তার স্বামীর বাড়ি পূর্ব রতœাপালং এর বড়ুয়াপাড়া থেকে গ্রেফতার করা হয়।
×