ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ইন্দোনেশিয়ার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী

প্রকাশিত: ০৪:২৩, ১০ অক্টোবর ২০১৯

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ইন্দোনেশিয়ার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ ইন্দোনেশিয়ার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। দেশটির পুলিশ বলছে, হামলাকারী ব্যক্তি জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) অনুপ্রাণিত হয়ে এই হামলা চালিয়েছেন। আজ বৃহস্পতিবার জাভা দ্বীপের একটি শহরে হামলার শিকার হন ইন্দোনেশীয় এই মন্ত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মন্ত্রী উইরান্তো জাভা দ্বীপের ব্যান্টেনের টাউন স্কয়ারে নিজের গাড়ি থেকে বেরিয়ে আসার সময় আক্রান্ত হন। দেশটির সাবেক সেনাপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী উইরান্তোর পেটে দুটি গুরুতর জখম হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলায় মন্ত্রীর নিরাপত্তা দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য ও তার এক সফরসঙ্গী আহত হয়েছেন। পরে হেলিকপ্টারে করে দেশটির এই মন্ত্রীকে রাজধানী জাকার্তার একটি হাসপাতালে নেয়া হয়। হামলায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, হামলাকারী আইএসের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে হামলা করেছেন। আইএস যদি ইন্দোনেশীয় এই মন্ত্রীকে ছুরিকাঘাতের ঘটনার দায় স্বীকার করে, তাহলে দেশটিতে এটিই হবে কোনো রাজনীতিকের ওপর আইএসের প্রথম হামলা।
×