ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মালিবাগে সড়ক আটকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ২৩:৪৭, ১০ অক্টোবর ২০১৯

মালিবাগে সড়ক আটকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন রিপোর্টার ॥ বকেয়া বেতনের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর রামপুরা-মালিবাগে সোয়া এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। ‘এয়ার ফ্যাশন’ নামের ওই কারথানার শ্রমিকদের বিক্ষোভের কারণে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সোয়া ১১টা পর্যন্ত শহীদ মুক্তিযোদ্ধা ফারুক ইকবাল ও তসলিম সড়কে (ডিআইটি রোড) যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে ট্রাফিক পুলিশের পরিদর্শক মশিউর রহমান জানান। তিনি জানান, ওই গার্মেন্টের শ্রমিকরা সকালে বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে আসে এবং আবুল হোটেলের সামনের সড়কে অবস্থান নেয়। তাদের অবরোধের কারণে ওই সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। দিনের শুরুতে ঢাকার গুরুত্বপূর্ণ ওই সড়ক বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। কর্মস্থলে যাওয়ার পথে ভোগান্তিতে পড়তে হয়েছে মানুষকে। মূল সড়কে গাড়ি চলতে না পারায় চাপ পড়েছে আশপাশের অন্যান্য সড়কে। দুই শতাধিক শ্রমিক সেখানে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে জানিয়ে ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলেন, “আমরা শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে বেলা সোয়া ১১টার দিকে আবার যানচলাচল শুরু হয়।“ বিক্ষোভে থাকা একজন শ্রমিক জানান, তাদের তিন মাসের বেতন বকেয়া পড়েছে। মালিকপক্ষ বার বার আশ্বাস দিয়েও টাকা পরিশোধ না করায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
×