ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আবরার হত্যাকাণ্ডে জাতিসংঘ যুক্তরাজ্যের নিন্দা

প্রকাশিত: ১৩:১০, ১০ অক্টোবর ২০১৯

আবরার হত্যাকাণ্ডে জাতিসংঘ যুক্তরাজ্যের নিন্দা

জনকণ্ঠ ডেস্ক ॥ বুয়েটছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার নির্মম ঘটনার নিন্দা জানিয়ে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাজ্য। বুধবার আলাদা বিবৃতিতে এ হত্যাকা-ের নিন্দার পাশাপাশি বিচার প্রক্রিয়ায় অবাধ ও সুষ্ঠু তদন্তের ওপর জোর দেয়া হয়েছে। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, মুক্তভাবে নিজের মতপ্রকাশের জন্য বুয়েটের তরুণ ছাত্রকে খুন করার নিন্দা জানায় জাতিসংঘ। বাংলাদেশে শিক্ষাঙ্গনে চলমান বহু বছরের সহিংসতায় অনেকে প্রাণ হারিয়েছেন, যেসব ঘটনায় দায়ীদের দৃশ্যত দায়মুক্তি দেয়া হয়েছে। সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতারে কর্তৃপক্ষের নেয়া উদ্যোগের কথা উল্লেখ করে সংস্থাটি স্বাধীন তদন্তের ওপর জোর দিয়েছে, যার ফলে ‘সুষ্ঠু প্রক্রিয়ায় বিচার’ এবং ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত হয়। এদিকে বুয়েটে হত্যাকা-ের ঘটনায় ‘শোক’ ও ‘দুঃখ প্রকাশ’ করে ফেসবুক পোস্টে ব্রিটিশ হাইকমিশন বলেছে, ‘মুক্তবাক, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসনের পক্ষে যুক্তরাজ্যের নিঃশর্ত অবস্থান রয়েছে।’ রবিবার গভীর রাতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। ফেসবুকে মন্তব্যের সূত্র ধরে শিবির সন্দেহে আবরারকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারাসহ মোট ১৯ জনের নামে চকবাজার থানায় মামলা করেছেন আবরারের বাবা।
×