ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৪ জেলায় বুধবার কোন ডেঙ্গু রোগী ছিল না

প্রকাশিত: ১১:১৮, ১০ অক্টোবর ২০১৯

১৪ জেলায় বুধবার কোন ডেঙ্গু রোগী ছিল না

স্টাফ রিপোর্টার ॥ ডেঙ্গু রোগী নেই এমন জেলার সংখ্যা বেড়েছে। বুধবার দেশের ১৪ জেলায় কোন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন না। তবে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে না। সারাদেশে দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা ৩শ’ এর নিচে রেকর্ড হয়। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল এক হাজার তিন শ’ জনের ওপরে। স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে প্রাপ্ত তথ্যের পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ২৫৪। এদের মধ্যে ঢাকায় নতুন ভর্তি ৬১ এবং ঢাকার বাইরে ১৯৩। সারাদেশে বর্তমানে ভর্তি ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বমোট সংখ্যা ১৩৩৯ জন। ঢাকা মহানগরীতে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৬৬ জন এবং ঢাকার বাইরে ৮৭৩ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৪২ জনের মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। তাদের মধ্যে আইইডিসিআর ১৩৬ জনের মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ৮১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে বলে জানিয়েছে আইইডিসিআর। এ বছর জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত সর্বমোট ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা যথাক্রমে ৯০,৭৯৯ জন ও ৮৯,২১৮ জন। স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আরও জানায়, বর্তমানে ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগে ১৪৬ জন, চট্টগ্রামে বিভাগে ১২৬ জন, খুলনা বিভাগে ৩৭৭ জন, রংপুর বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, বরিশালের ৬ জেলায় ১০০ জন, সিলেট বিভাগের ৪ জেলায় ৬ জন এবং ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় ৩১ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। সূত্রটি আরও জানায়, ঢাকা শহরে অবস্থিত হাসপাতালগুলোর মধ্যে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২৭ জন, মিটফোর্ড হাসপাতালে ৬৯ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৩ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩৭ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২৭ জন, রাজারবাগের পুলিশ হাসপাতালে ৪ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ২৯ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে অবস্থিত হাসপাতালগুলোর মধ্যে নতুন রোগী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭ জন, মিটফোর্ড হাসপাতালে ৭ জন, ঢাকা শিশু হাসপাতালে ৩ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৪ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ২ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
×