ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রসায়নে নোবেল পেলেন জাপানী, ব্রিটিশ ও মার্কিন বিজ্ঞানী

প্রকাশিত: ১১:১০, ১০ অক্টোবর ২০১৯

রসায়নে নোবেল পেলেন জাপানী, ব্রিটিশ ও মার্কিন বিজ্ঞানী

জনকণ্ঠ ডেস্ক ॥ রসায়নে এ বছর নোবেল জিতে নিলেন মার্কিন, ব্রিটিশ ও জাপানী বিজ্ঞানী। স্থানীয় সময় বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে (বাংলাদেশ সময় বিকেল প্রায় পৌনে চারটা) রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কারের নাম ঘোষণা করে। এবার নোবেলের ৯০ লাখ সুইডিশ ক্রোনার (সাত লাখ ৪০ হাজার পাউন্ড) নিজেদের মধ্যে ভাগ করে নেবেন। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। খবর গার্ডিয়ানের। মোবাইল ফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি- সব যন্ত্রে আজকের দিনে যে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হচ্ছে, তার উন্নয়ন ঘটানোয় তিন বিজ্ঞানী পেয়েছেন এবারের রসায়ন শাস্ত্রের নোবেল। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাসের জন বি গুডেনাফ (৯৭) ও নিউইয়র্কের বিংহ্যামটন ইউনিভার্সিটির গবেষক এম স্ট্যানলি হুইটিংহ্যাম এবং জাপানের আকিরা ইয়োশিনো যৌথভাবে নোবেল জয় করেন। এ পর্যন্ত যত ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে গুডেনাফ সবচেয়ে বেশি বয়সী। অন্যদিকে হুইটিংহ্যাম হচ্ছেন দ্বিতীয় ব্রিটিশ গবেষক যিনি এ বছর নোবেল পেলেন। বরাবরের মতোই চিকিৎসা বিজ্ঞানের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। সেদিন চিকিৎসায় ও মঙ্গলবার পদার্থবিদ্যায় এবারের নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়। সোমবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হন দুই মার্কিন ও এক ব্রিটিশ বিজ্ঞানী। তারা হলেনÑ উইলিয়াম কায়েলিন জেধার ও গ্রেগ এল, সিমেনজা এবং ব্রিটেনের স্যার পিটার জে, রেটকলিফ। পদার্থ বিজ্ঞানে নোবেল পান জেমস পিবলস, মিশেল মেয়র ও দিদিয়ের কেলোজ। এর মধ্যে জেমস পিবলস পেয়েছেন পুরস্কারটি অর্ধেক। আর বাকি অর্ধেক পেয়েছেন মিশেল মেয়র ও দিদিয়ের কেলোজ। অর্থাৎ চার ভাগের এক ভাগ করে। বৃহস্পতিবার ঘোষণা করা হবে সাহিত্যেও নোবেল। এক জুরির স্বামীর বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের জেরে রয়েল সুইডিশ একাডেমি গতবছর সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত করে। এবার তাই একসঙ্গে ২০১৮ ও ২০১৯ সালের নোবেল বিজয়ীদের নাম জানানো হবে। এরপর শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করবে। এরপর শুক্রবার শান্তি ও সর্বশেষ আগামী ১৪ অক্টোবর (সোমবার) অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। নোবেলের জন্য এবার মনোনয়ন পেয়েছেন ৩০১ জন বা প্রতিষ্ঠান। এর মধ্যে ৭৮টি প্রতিষ্ঠান রয়েছে। ১৯০১ সাল থেকে নিয়মিত নোবেল পুরস্কার দেয়া হচ্ছে। চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি- এ ছয় বিভাগে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত করে নোবেল কমিটি।
×