ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বজ্রপাতে নোয়াখালী পটুয়াখালীতে তিনজনের মৃত্যু

প্রকাশিত: ১১:০৬, ১০ অক্টোবর ২০১৯

বজ্রপাতে নোয়াখালী পটুয়াখালীতে তিনজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ বজ্রপাতে নোয়াখালীর হাতিয়া ও পটুয়াখালীর কলাপাড়ায় তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাতিয়ায় দু’জন এবং কলাপাড়ায় একজনের মৃত্যু হয়। খবর নিজস্ব সংবাদদাতাদের। হাতিয়া ॥ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বুড়িরচর ইউনিয়নে বড়দৈইল গ্রামে বুধবার সকালে বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। জানা যায়, সকালে প্রতিদিনের মতো বিলের মধ্যে গরুর খাদ্য সংগ্রহ করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এরা হলেনÑ বুড়িরচর ইউনিয়নের বড়দৈইল গ্রামের কামাল উদ্দিনের ছেলে মোঃ কামরুল ইসলাম (৪০), একই গ্রামের জয়নাল আবদীনের ছেলে মোঃ আবুল কালাম (৫০)। এরা দু’জন ছিলেন প্রতিবেশী। পেশায় তারা মহিষ পালনকারী (বাতাইন্না)। কলাপাড়া, পটুয়াখালী ॥ পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে ভ্যানচালক আলাউদ্দিন সিকদার (৪৫) মারা গেছেন। এছাড়া আহত হয়েছে এক শ্রমিক মিলন খান। আলাউদ্দিনের বাড়ি লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামে। বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হচ্ছিলেন আলাউদ্দিন। আনুমানিক সকাল আটটার দিকে তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন। মিলন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মিলনের বাড়ি মেরাউপাড়া গ্রামে।
×