ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পাঁচ বছরের মধ্যে অতি দরিদ্রের হার শতকরা পাঁচে নেমে আসবে ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১১:০৩, ১০ অক্টোবর ২০১৯

পাঁচ বছরের মধ্যে অতি দরিদ্রের হার শতকরা পাঁচে নেমে আসবে ॥ পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন এমপি বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে অতি দরিদ্রের হার ৫ ভাগের নিচে নেমে আসবে। এশিয়ার ৪৫ দেশের মধ্যে বাংলাদেশের জিডিপির হার এখন সবার উপরে। সারা দুনিয়ার মাঝে বাংলাদেশের জিডিপির হার এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, দুনিয়ার সকল জিনিস বাংলাদেশে তৈরি হবে। প্রত্যেকের কাছে এখন টাকা আছে। মঙ্গলবার রাতে সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চেম্বার হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের নবনির্বাচিত সভাপতি আবু তাহের মোঃ শুয়েব। সভায় মন্ত্রী আরও বলেন, সিলেটে নতুন করে একটি হাউজিং এস্টেট করতে হবে। তিনি একটি জায়গা খোঁজার জন্য সিলেটের মানুষের প্রতি আহ্বান জানান। ব্যবসায়ীরা সরকারের একটি অংশ দাবি করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার উপদেষ্টা নিয়োগ করেছেন একজন ব্যবসায়ী। সিলেট চেম্বার সম্পর্কে মন্ত্রী বলেন, আমি ভাগ্যবান। একজন ভাল প্রশাসক পেয়েছিলাম। তার নেতৃত্বে সুন্দর একটি নির্বাচন সম্ভব হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সিলেটে আমার নির্বাচনী এলাকায় অফিস উদ্বোধন করেছি। যাতে করে নির্বাচনী এলাকার মানুষ লিখিত আকারে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অফিসে আসে। সে অনুযায়ী কাজ করবেন বলে মন্ত্রী জানান। তিনি বলেন, প্রতি সংসদ সদস্যকে নিজ নির্বাচনী এলাকায় অফিস খরছের জন্য সরকার কিছু টাকা দেয়। কিন্তু এমপিরা অফিস খুলেননা। আমি আফিস খুলেছি। আপানরা অফিসে যাবেন, চা কফি খাবেন। সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বৃদ্ধি করা হবে বলে মন্ত্রী বলেন, সিটির পরিধি বেড়ে ১৭৯ বর্গ কিমি করা হবে। এ জন্য বাজেটও বেশি পাওয়া যাবে। মেয়রের মর্যাদাও বাড়বে।
×