ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্কুল শিক্ষিকার মৃত্যু

প্রকাশিত: ০৭:১৬, ৯ অক্টোবর ২০১৯

রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্কুল শিক্ষিকার মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাড়িতে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়। গত রবিবার রাত দেড় টার দিকে তিনি ও তার স্বামী দগ্ধ হয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির নাম সালমা খাতুন (৪২) এবং দগ্ধ তার স্বামীর নাম কামরুল ইসলাম। তার বাড়ি বেলপুকুর ইউনিয়নের কিসমত জামিড়া গ্রামে। সালমা খাতুন সাবেক মেম্বার এবং জামিড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। এলাকাবাসী সূত্র জানায়, গত রবিবার রাত ১টার দিকে নিজ শয়ন কক্ষে রাখা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে তাদের গায়ে আগুন ধরে যায়। পুড়ে যায় সালমার শরীর এবং অল্প দগ্ধ হয় তার স্বামী কামরুল। আগুনে দগ্ধ তাদেরকে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে ওই রাতেই প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান। সালমার স্বামী কামরুল ইসলাম বলেন, বুধবার ভোর রাতে হাসপাতালে তাঁর স্ত্রী সালমা মারা গেছেন। আরএমপির বেলপুকুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তিনি দগ্ধ হওয়ার পরে প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যালেরর বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় সালমা মারা জান।
×