ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১ বছরে মোবাইলে ব্যক্তি হিসাবে লেনদেন বেড়েছে ৩ হাজার কোটি টাকা

প্রকাশিত: ০৮:০৫, ৭ অক্টোবর ২০১৯

 ১ বছরে মোবাইলে ব্যক্তি হিসাবে লেনদেন  বেড়েছে ৩ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ মোবাইলের মাধ্যমে পারসন টু পারসন বা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে লেনদেন দিন দিন বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এক মাসে পারসন টু পারসন লেনদেন হয়েছে ৮ হাজার ১৯৬ কোটি টাকার। কিন্তু এক বছর আগেও এই লেনদেনের পরিমাণ ছিল ৫ হাজার ২৬৮ কোটি টাকা। অর্থাৎ এক বছরে বেড়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে মোবাইলের মাধ্যমে পারসন টু পারসন বা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে লেনদেন হয়েছে ৮ হাজার ১৯৭ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ছিল ৫ হাজার ২৬৮ কোটি টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে লেনদেন বেড়েছে ২ হাজার ৯২৯ কোটি টাকা। আগের মাস জুলাইয়ে এই লেনদেন ছিল ৮ হাজার ১২২ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন একাউন্ট ও লেনদেন বৃদ্ধির পাশাপাশি সচেতনতাও বেড়েছে এখন। জনগণ এখন ব্যাংকের লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই লেনদেন করতে বেশি আগ্রহী।
×